 
        পিএসএল প্লে-অফের লাইনআপ চূড়ান্ত, সাকিব-মিরাজদের প্রতিপক্ষ করাচি
প্রায় ৬ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে ব্যাটে-বলে ভালো করতে পারেননি সাকিব আল হাসান। লাহোর কালান্দার্সের জার্সিতে অভিষেকের দিনে ব্যাটিংয়ে ‘গোল্ডেন ডাক’ মারা তারকা অলরাউন্ডার বোলিংয়ে ২ ওভারে ১৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। সাকিবের এমন পারফরম্যান্সের দিনেও পেশোয়ার জালমিকে ২৬ রানে হারিয়ে পিএসএলের সেরা চারে জায়গা করে নেয় লাহোর।
 
         
         
         
         
         
         
         
         
        