পিএসএলে ৮৯ ক্রিকেটার ৫ ক্যাটাগরিতে

পিএসএল
পিএসএল
পিএসএল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবার নিলাম পদ্ধতিতে পা রাখতে চলেছে। নিলামের আগে স্থানীয় ক্রিকেটারদের ক্যাটাগরি নবায়ন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৪জন ক্রিকেটার ধরে রাখতে পারবে। তবে এক ক্যাটাগরি থেকে একজনের বেশি ক্রিকেটার রাখার সুযোগ নেই ফ্রাঞ্চাইজিদের। ৮৯ জন ক্রিকেটার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে থাকলেও সেখান থেকে প্রতিটি দল সর্বোচ্চ চারজন ক্রিকেটার ধরে রাখতে পারবে।

এভাবেই তাদের রিটেইন তালিকা প্রস্তুত করতে হবে। রিটেনশন প্রক্রিয়া শেষ হলেই শুরু হবে বহুল প্রতিক্ষিত নিলাম। এবারের মৌসুমের জন্য মোট ৮৯ জন স্থানীয় খেলোয়াড়কে পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন ১৬ জন ক্রিকেটার, যাদের ঘিরেই মূলত দল গঠনের পরিকল্পনা সাজাতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে।

এর বাইরে ডায়মন্ড ক্যাটাগরিতে ১১ জন, গোল্ডে ৩২ জন এবং সিলভার ও ইমার্জিং মিলিয়ে আছেন আরও ৩০ জন খেলোয়াড়। একই সঙ্গে বিদেশি ক্রিকেটারদের নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত করায় দলগুলোর হাতে কিছুটা বাড়তি সময়ও মিলছে। এর ফলে দল গোছাতে বেশি সময় পাবেন তারা। আগেই জানা গেছে পিএসএলের এবারের আসরের নিলাম অনুষ্ঠিত হবে ১১ ফেব্রুয়ারি।

এর আগে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আঘা, শাহিবজাদা ফারহান, মোহাম্মদ নাওয়াজ, হাসান আলী ও আবরার আহমেদ উঠে এসেছেন প্লাটিনাম ক্যাটাগরিতে। অন্যদিকে শাদাব খান, বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, ফখর জামান, হারিস রউফ, সাইম আইয়ুব, ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ ও মোহাম্মদ আমির আগের মতোই প্লাটিনাম ক্যাটাগরিতে নিজেদের জায়গা ধরে রেখেছেন।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও মুলতান সুলতানস পেয়েছে ডায়মন্ড ক্যাটাগরির তিনজন করে খেলোয়াড়, লাহোর কালান্দার্স ও করাচি কিংসের দুজন করে এবং পেশোয়ার জালমির একজন। ইসলামাবাদ ইউনাইটেডের কেউ নেই এই ক্যাটাগরিতে। পাশাপাশি মোহাম্মদ সালমান মির্জা, সুফিয়ান মুকিম ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র গোল্ড থেকে উঠে এসেছেন ডায়মন্ডে।

গোল্ড ক্যাটাগরির সবচেয়ে বেশি ক্রিকেটার করাচি কিংসের। তাদের আটজন খেলোয়াড় আছেন এই ক্যাটাগরির। ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের চারজন করে। পেশোয়ার জালমির ছয়জন এবং মুলতান সুলতানস ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের পাঁচজন করে ক্রিকেটার রয়েছেন এই ক্যাটাগরিতে। সিলভার ক্যাটাগরির ৭ ক্রিকেটার আছেন মুলতান সুলতান্সে।

ইমার্জিং ক্যাটাগরিতে জায়গা পাওয়া ১৪ জন তরুণের সবাই আছেন পিএসএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে। হুনাইন শাহ, উবাইদ শাহ, মির্জা মামুন ইমতিয়াজ, মোহাম্মদ নাইম ও মোহাম্মদ আজাব ইমার্জিং থেকে উঠে গেছেন সিলভারে। আর হাসান নওয়াজ এক লাফে ইমার্জিং পেরিয়ে জায়গা করে নিয়েছেন গোল্ড ক্যাটাগরিতে।

আরো পড়ুন: