শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ঢাকার কাছে হারল সিলেট
লিটন দাসের হাফ সেঞ্চুরি এবং থিসারা পেরেরার ক্যামিওতে ছয় উইকেটে ১৯৬ রান তোলে ঢাকা ক্যাপিটালস। জবাবে রনি তালুকদারের ৪৪ বলে ৬৮ এবং জাকের আলীর ১৩ বলে ২৮ এবং আরিফুল হকের ১৩ বলে ২৯ রানের ইনিংসের পরও ঢাকার বিপক্ষে ছয় রানে হেরেছে সিলেট। ঢাকার এই জয়ে কাগজে-কলমে এখনও টিকে আছে সবগুলো দলের প্লে-অফ খেলার সম্ভাবনা। ঢাকা ও সিলেট দুই দলই জিতেছে দুটি করে ম্যাচে। পয়েন্ট টেবিলে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে থাকলেও কাগজে কলমে এখনও প্লে-অফে খেলতে পারবে দল দুটি।