আইপিএল নিলামের আগেও বোলিং নিষেধাজ্ঞা বহাল দীপক হুদার

আইপিএল
আইপিএল নিলামের আগেও বোলিং নিষেধাজ্ঞা বহাল দীপক হুদার
চেন্নাইয়ের জার্সিতে দীপক হুদা
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। এর আগেও বোলিং নিষেধাজ্ঞায় রয়েছেন ভারতীয় অলরাউন্ডার দীপক হুদা। বর্তমানে তিনি ঘরোয়া ক্রিকেটে রাজস্থানের হয়ে খেলেছেন। আইপিএলের গত মৌসুমের মতো এবারও তিনি ‘সাসপেক্ট অ্যাকশন’ ক্যাটাগরিতেই আছেন।

নিলামের আগে এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে এই অবস্থানের কথা আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে দিয়েছে আয়োজকরা। মূল পরিচয় ব্যাটার হলেও প্রায়ই স্পিন বোলিং করে থাকেন তিনি। আইপিএলের গত আসরে সাতটি ম্যাচ খেললেও একটিতেও বোলিং করেননি।

আইপিএলের গত আসরের পর থেকে বিসিসিআইয়ের ঘরোয়া টুর্নামেন্টে তিনি মোট ছয় ওভার বল করেছেন—রঞ্জি ট্রফিতে এক ওভার এবং চলমান সৈয়দ মুশতাক আলি ট্রফিতে পাঁচ ওভার বোলিং করেছেন তিনি। হুদাকে সর্বশেষ বোলিং করতে দেখা গেছে ৮ ডিসেম্বর, রাজস্থান ও ঝাড়খণ্ডের ম্যাচে।

আহমেদাবাদে অনুষ্ঠিত সেই ম্যাচে তিনি তিন ওভার বল করে ২৪ রানে তিনটি উইকেট নেন। ভবিষ্যতে আবারও যদি তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে আইপিএলে বোলিং নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন হুদা। ভারতের হয়ে ১০টি ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টি খেলা হুদা অলরাউন্ডারদের তালিকায় রয়েছেন।

তার ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপিতে রয়েছে। এই ক্যাটাগরিতে মোট ৭জন ক্রিকেটার রয়েছেন। এর মধ্যে ভেঙ্কটেশ আইয়ার, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও রাচিন রবীন্দ্রের মতো তারকা ক্রিকেটার আছেন। নিলামে সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে আরেকজন অংশ নিচ্ছেন। তিনি জম্মু ও কাশ্মীরের ২৯ বছর বয়সী বাঁহাতি স্পিনার আবিদ মুশতাক।

তার ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি। এদিকে কর্ণাটকের ২৯ বছর বয়সী অফস্পিনার কেএল শ্রিজিথ (নিলাম তালিকার ৩৫৪ নম্বর) ইতোমধ্যেই আইপিএলে বোলিং নিষিদ্ধ। তিনি গত মৌসুমেই এই নিষেধাজ্ঞায় পড়েছিলেন। একইভাবে মধ্যপ্রদেশের ঋষভ চৌহানও (নিলাম তালিকার ৩৪৫ নম্বর) নিষিদ্ধ তালিকায় রয়েছেন।

আইপিএল নিলামের ঠিক আগে এই তালিকা প্রকাশ পাওয়ায় ফ্র্যাঞ্চাইজিগুলো বাড়তি সতর্কতা নিয়েই নিলামের ময়দানে নামতে হবে। বিশেষ করে কোনো ক্রিকেটারকে অলরাউন্ডার হিসেবে নিলেও কাদের দিয়ে বোলিং করাতে পারবে না সেটা বেশ ভালোভাবেই মাথায় রাখতে হবে তাদের।

আরো পড়ুন: দীপক হুদা