promotional_ad

গ্লোবাল সুপার লিগের হাত ধরে পিএসএলে রিশাদ, লাহোরের ধন্যবাদ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বিপিএলে বরিশালের হয়ে খেলেছেন রিশাদ হোসেন (বামে) ও শাহীন আফ্রিদি (ডানে), ক্রিকফ্রেঞ্জি
গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলতে ফরচুন বরিশালের রিশাদ হোসেন। ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ রংপুরের হয়ে গায়ানায় খেলতে গিয়ে ডানহাতি লেগ স্পিনারের কপাল খুলেছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। লাহোর কালান্দার্সের টিম ডিরেক্টর সামিন রানা জানিয়েছেন, জিএসএলে প্রথম দেখাতেই রিশাদকে মনে ধরে তাদের। পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজ সফরের পারফরম্যান্স ও বরিশালের হয়ে শাহীন আফ্রিদির সঙ্গে খেলা বিবেচনায় নিয়ে রিশাদকে দলে নিয়েছে লাহোর।

promotional_ad

বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে জিএসএলে খেলতে যাওয়ার কথা ছিল বরিশালের। তবে তামিম ইকবালের দল সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় সুযোগ মেলে রংপুরের। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাওয়া রংপুর নিজেদের ক্রিকেটারদের মাঝে নিয়ে গিয়েছিলেন নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, সাইফ হাসান, কামরুল ইসলাম রাব্বিদের। এ ছাড়া শক্তিশালী দল বানাতে খুলনা টাইগার্সের আফিফ হোসেন ও বরিশালের রিশাদকেও নিয়ে গিয়েছিলেন তারা। 


আরো পড়ুন

পিএসএলে দল পাবেন, আগেই অনুমান করেছিলেন রিশাদ

১৪ জানুয়ারি ২৫
বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন রিশাদ হোসেন, ক্রিকফ্রেঞ্জি

জিএসএলে রংপুরের হয়ে ৫ ম্যাচে ৬.৮৬ ইকনোমি রেটে ৬ উইকেট নিয়েছিলেন তরুণ এই লেগ স্পিনার। একই টুর্নামেন্টে অংশ নিয়েছিল পিএসএলের লাহোর। একই টুর্নামেন্টে খেলা রিশাদকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন লাহোরের টিম ম্যানেজমেন্ট। প্রথমবারের মতো কাছ থেকে দেখায় বাংলাদেশের লেগ স্পিনারকে মনে ধরে লাহোর ফ্র্যাঞ্চাইজির। জিএসএলের পর ওয়েস্ট ইন্ডিজ সফরেও পারফর্ম করেন রিশাদ।



promotional_ad

পুরো বছর জুড়েই ছন্দে থাকা রিশাদ বিপিএলে খেলছেন বরিশালের। একই দলের হয়ে খেলে গেছেন লাহোরের অধিনায়ক শাহীন আফ্রিদি। সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজির চাওয়ার সবটা পূরণ করেছেন রিশাদ। আইপিএলের কারণে আফগানিস্তানের রশিদ খান না থাকায় লেগ স্পিনারের অভাব পূরণে ড্রাফটে সিলভার ক্যাটাগরি থেকে বাংলাদেশের তরুণ ক্রিকেটারকে দলে নেয় লাহোর। ২২ বছর বয়সী রিশাদকে কেন দলে নেয়া হয়েছে সেই ব্যাখ্যা দিয়েছেন সামিন। 


আরো পড়ুন

পিএসএল খেলতে কাউন্টি দলের অধিনায়কত্ব ছাড়লেন ভিন্স

১৫ জানুয়ারি ২৫
পিএসএলে করাচি কিংসের হয়ে খেলবেন জেমস ভিন্স

লাহোরের টিম ডিরেক্টর বলেন, ‘ড্রাফটে আমার কাছে যে অপশন ছিল সেটার উপর ভিত্তি করে আমি রিশাদকে দলে নিয়েছি। সে দারুণ একটা অপশন। গ্লোবাল সুপার লিগকে ধন্যবাদ, যেখানে তার সঙ্গে কথা বলার সুযোগ মিলে। তাঁর পার্সোনালিটি খুবই ভালো। পুরো টুর্নামেন্ট জুড়ে তাকে পারফর্ম করতে দেখেছি। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ যখন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে, সে মেইন খেলোয়াড় ছিল। তারপর বাংলাদেশে ভাগ্যক্রমে সে শাহীনের (আফ্রিদি) দলে ছিল। সে সবগুলো বক্সেই টিক দিয়েছে।’



সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে আলো ছড়িয়ে সবার নজরে এসেছেন রিশাদ। বিশ্বকাপের পর দল পেয়েছিলেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে। এ ছাড়া জিম-আফ্রো টি-টেন লিগেও সুযোগ পেয়েছিলেন তিনি। বিগ ব্যাশে রিকি পন্টিংয়ের হোবার্ট হারিকেন্স দলে টানলেও অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়া হয়নি তরুণ এই লেগ স্পিনারের। তবে ধারণা করা হচ্ছে, পিএসএলের পুরো মৌসুম খেলার অনাপত্তি পত্র পাবেন রিশাদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball