promotional_ad

একটু দুষ্টুমি করেছি, বড় ভাই বকা দিয়েছে মেনে নিতে হবে: সাব্বির

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বিপিএল খেলার ফাঁকে ক্রিকফ্রেঞ্জির সঙ্গে একান্ত আলাপকালে সাব্বির রহমান
তামিম ইকবালকে আউট করতে ফেইক ফিল্ডিং করেছিলেন সাব্বির রহমান। ঢাকা ক্যাপিটালসের ব্যাটারের এমন কাণ্ডে মেজাজ হারিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় করেন তামিম। যদিও ফরচুন বরিশালের অধিনায়কের কথায় মন খারাপ করেননি সাব্বির। ডানহাতি ব্যাটার জানান বড় ভাই বকা দিতেই পারে, ছোট ভাই হিসেবে তা মেনে নিতে হবে। সেই সঙ্গে তামিমের প্রতি নিজের ভালোবাসাও প্রকাশ করেছেন সাব্বির।

promotional_ad

ঘটনাটি ঘটে বরিশালের ব্যাটিং ইনিংসের নবম ওভারে। চাতুরাঙ্গা ডি সিলভার দ্বিতীয় বলে কভারে ঠেলে দিয়ে এক রান নিতে চেয়েছিলেন তামিম। সীমানার কাছে দাঁড়িয়ে থাকা সাব্বির খানিকটা দৌড়ে এসে বল লুফে নেন। তবে উইকেটকিপারকে বল না দিয়ে সেটা ফেলে দেন। ক্রিকেটের নিয়মে যা ‘ফেইক ফিল্ডিং’ হিসেবে বিবেচনা করা হয়। 


আরো পড়ুন

জাতীয় দলে ফিরতে ‘নিজ খরচে’ সাব্বিরের অনুশীলন

১০ জানুয়ারি ২৫
ব্যাট হাতে চিটাগং কিংসের বিপক্ষে ঝড় তুলেছিলেন সাব্বির রহমান, ক্রিকফ্রেঞ্জি

সাব্বির জানান, তামিমকে আউট করতেই নাকি এমন কিছু করেছিলেন। ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গে সাব্বির বলেন, ‘আমি আসলে কিছুই করতে চাইনি। আমি চেয়েছিলাম তামিম ভাই দুই রান নেবে, হয়ত চেষ্টা করেছিলাম একটু ফাম্বলিং করে দুই রান নেয়ায় তামিম ভাইকে আউট করা যায় যদি। আমরা আউট করতে পারছিলাম না, চেষ্টা করেছিলাম তামিম ভাইকে রান আউট করা যায় নাকি। এটা একটু দুষ্টুমি করেছি আরকি। এটা ঠিক আছে হিট অব মোমেন্ট এটা হয়ে গেছে। আমিও ছোট, উনি আমার বড় ভাই বকা দিতেই পারে। আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক আছে।’



promotional_ad

সাব্বিরের এমন ফেইক ফিল্ডিংয়ের কাণ্ড দেখে রেগে গিয়ে তামিম বলেন, ‘বেশি লাগতে যেও না সাব্বির, বেশি লাগতে যেও না।’ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিওর বাকি অংশে কী বলেছেন তা স্পষ্ট বোঝা যায়নি। সাব্বিরকে এমন করে বলায় ব্যাপকভাবে সমালোচনার স্বীকার হয়েছেন তামিম। যদিও বাংলাদেশের সাবেক ওপেনারের উপর ক্ষোভ নেই সাব্বিরের।


আরো পড়ুন

বিপিএলকে এগিয়ে নিতে ফ্র্যাঞ্চাইজির ফ্যানবেস চান তামিম

১৬ জানুয়ারি ২৫
সিলেটে বেশিরভাগ ম্যাচেই কানায় কানায় পরিপূর্ণ ছিল গ্যালারি, ক্রিকফ্রেঞ্জি

ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে তামিমের এমন কথা নিয়ে সাব্বির বলেন, ‘আসলে স্ট্যান্ডের কিছু নেই। তামিম ভাই আমাদের কিংবদন্তি খেলোয়াড়, আমাদের সিনিয়র ক্রিকেটার যারা আছে তারা সবাই কিংবদন্তি। তাদের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে এবং আমরা প্রতিনিয়ত শিখছি। আর তামিম ভাই তো অবশ্যই একজন বড় খেলোয়াড়। তাঁর কাছ থেকে যদি শিখতে পারি তাহলে অবশ্যই ভালো লাগবে। জুনিয়র অনেকে আছি শিখছে এবং শিখতে পারব।’



‘আমার কাছে মনে হয় মাঠের মধ্যে যেটা হয়েছে এটা মাঠের মধ্যে শেষ হয়ে গেছে। এটা নিয়ে আমি বাইরে কথা বলিও নাই, আমি জানিও না উনি কি বলতে চাইছিল। আমি পরে ভিডিও দেখেছি। বড় ভাই বকা দিতেই পারে, ছোট ভাই হিসেবে মেনে নিতে হবে আমাকে কিছু করার নেই। কিন্তু আমি তাকে ভালোবাসি, আশা করছি যে সম্পর্কটা এখনও পর্যন্ত আছে এবং এটা ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball