promotional_ad

ম্যাচের আগে পারিশ্রমিক পাওয়ায় চাপহীন ছিলেন রাজশাহীর ক্রিকেটাররা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
রনি তালুকদারকে আউট করে সানজামুল ইসলামের উল্লাস, ক্রিকফ্রেঞ্জি
বিপিএলের মাঝ পথে এসেও পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বয়কট করেছিলেন এনামুল হক বিজয়, তাসকিন আহমেরা। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ খেলবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। তবে ম্যাচের আগে পারিশ্রমিক পাওয়ায় সিলেটের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে খেলেছেন ক্রিকেটাররা। ফলে হিসেবে সিলেটের বিপক্ষে বড় জয়ও পেয়েছে দুর্বার রাজশাহী। ম্যাচসেরা হয়ে সানজামুল নিজেও জানালেন, ম্যাচের আগে পারিশ্রমিক পাওয়ায় চাপহীন ছিলেন রাজশাহীর ক্রিকেটাররা।

promotional_ad

পারিশ্রমিক না পেয়ে রাজশাহীর অধিনায়ক বিজয় সিলেট থেকে চট্টগ্রাম না গিয়ে ঢাকা ফিরেছিলেন। পরবর্তী সময়ে অনুশীলন বয়কট করেন ক্রিকেটাররা। তবে এমন খবর বিসিবির কানে পৌঁছাতেই সমাধান করার চেষ্টা করেন সভাপতি ফারুক আহমেদ। বিজয়কে ফোন করে ঢাকা থেকে চট্টগ্রাম নিয়ে গিয়ে পারিশ্রমিক দেয়ার নিশ্চয়তা দেন। 


আরো পড়ুন

পারিশ্রমিক পেয়েই জিতল রাজশাহী

২৩ ঘন্টা আগে
এক ম্যাচ পর জয়ে ফিরল দুর্বার রাজশাহী, ক্রিকফ্রেঞ্জি

ছয় ম্যাচ খেলার পরও পারিশ্রমিক পাওয়া না পাওয়ার দোলাচলে থাকলেও মাঠের পারফরম্যান্সে সেটার প্রভাব পড়তে দেননি ক্রিকেটাররা। সিলেটের বিপক্ষে আগে ব্যাটিং করে রায়ান বার্ল, বিজয়, ইয়াসির আলী রাব্বিদের ব্যাটে ১৮৪ রানের পুঁজি পায় রাজশাহী। সেই রান তাড়ায় মাত্র ১১৯ রানে থেমে যায় সিলেট। ৬৫ রানের জয় পাওয়ার দিনে রাজশাহীর নায়ক সানজামুল। 


৪ ওভারে ২৫ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। রনি তালুকদার, পল স্টার্লিং এবং অ্যারন জোন্সের উইকেট নিয়ে রাজশাহীর জয়ে অবদান রেখে হয়েছেন ম্যাচসেরাও। দারুণ বোলিং করলেও সংবাদ সম্মেলনে আসা বাঁহাতি স্পিনারের কাছে অনুমেয়ভাবেই প্রথম প্রশ্নটা ছিল পারিশ্রমিক ঘিরে। তবে সানজামুল জানান, পারিশ্রমিকের পাশাপাশি নিজেদের শক্তি ও সামর্থ্য অনুযায়ী খেলতে পারাই সাফল্যের কারণ।



promotional_ad

এ প্রসঙ্গে সানজামুল বলেন, ‘পারিশ্রমিক তো অবশ্যই প্রয়োজন। এর সঙ্গে আজকে চারজন বিদেশি নিয়ে খেলেছি। মানে পূর্ণ শক্তির দল, যতটুকু ভারসাম্যপূর্ণ করা যায়। শক্তি অনুযায়ী আমরা আজকে মাঠে নামতে পেরেছি আর সবাই যার যার পরিকল্পনা বাস্তবায়ন করেছে ঠিকঠাক। এজন্য আমরা জিততে পেরেছি।’


চট্টগ্রামে পা রাখার পর প্রথম দিন অনুশীলন না করে বিশ্রামে ছিলেন রাজশাহীর ক্রিকেটাররা। তবে ১৫ জানুয়ারি এমএ আজিজ স্টেডিয়ামে বুধবার সকাল ১০টায় অনুশীলন করার কথা ছিল তাদের। তবে সকাল ৯ টা ৪৮ মিনিটে অনুশীলন বাতিল করে ক্রিকেটারদের বিশ্রাম দেয়ার কথা জানায় রাজশাহীর মিডিয়া বিভাগ। 


যদিও একটু পরই মেলে ভিন্ন তথ্য। বিপিএলে ৬ ম্যাচ খেললেও এখনো পারিশ্রমিক বুঝে পাননি দলটির স্থানীয় ক্রিকেটাররা। নিয়ম অনুযায়ী, বিপিএল শুরুর আগে পারিশ্রমিকের ৫০ শতাংশ ক্রিকেটারদের বুঝিয়ে দিতে হবে ফ্র্যাঞ্চাইজিদের। টুর্নামেন্ট চলাকালীন ২৫ শতাংশ এবং বিপিএল শেষে নির্দিষ্ট সময়ের মাঝে বাকি ২৫ শতাংশ পরিশোধ করতে হবে। 



বিসিবির হস্তক্ষেপের পর প্রতিশ্রুতি অনুযায়ী, ২৫ শতাংশ অর্থ নগদ ও ২৫ শতাংশ অর্থের চেক দেওয়া হয় বিজয়-তাসকিনদের। বৃহস্পতিবার রাত ৮টার পর থেকে পারিশ্রমিক দেয়া শুরু করলেও সিলেটের বিপক্ষে ম্যাচের দিন সকালেও কয়েকজনকে টাকা দেয়া হয়েছে। ম্যাচ শেষে সানজামুল জানিয়েছেন, পারিশ্রমিক না পেলে অবশ্যই ক্রিকেটারদের চাপ কাজ করে। তবে ম্যাচ খেলতে মাঠে যাওয়ার আগেই টাকা পাওয়ায় সেই চাপটা সরে যায় রাজশাহীর ক্রিকেটারদের।


সানজামুল বলেন, ‘এটা (পারিশ্রমিক না পাওয়া নিয়ে চাপ) তো অবশ্যই কাজ করে। তবে যখন মাঠে চলে আসি, সবকিছু ভুলেই আসতে হয়। আমাদের কাজ তো পারফর্ম করা, মাঠে খেলা। ম্যাচের জন্য আসার আগেই পারিশ্রমিক পেয়ে যাওয়ায় চাপটা সরে গেছে। চাপটা আর থাকেনি। আমরা সেরাটা দিয়ে খেলার চেষ্টা করেছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball