সব ধরনের ক্রিকেট থেকে অবসরে অমিত মিশ্র
ভারতের অভিজ্ঞ স্পিনার অমিত মিশ্র আন্তর্জাতিক ও পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। প্রায় ২৫ বছরের উজ্জ্বল ক্যারিয়ারের ইতি টেনেছেন এই লেগ-স্পিনার। বিদায়বেলায় বিসিসিআইসহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
ভারতের অভিজ্ঞ স্পিনার অমিত মিশ্র আন্তর্জাতিক ও পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। প্রায় ২৫ বছরের উজ্জ্বল ক্যারিয়ারের ইতি টেনেছেন এই লেগ-স্পিনার। বিদায়বেলায় বিসিসিআইসহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
২০০৮ সালে প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম ম্যাচে সম্প্রচারের নিয়ম ভেঙেছিলেন টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা ও তৎকালীন চেয়ারম্যান ললিত মোদি। সম্প্রতি সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ককে দেয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানান তিনি।
কদিন আগেই ভারতের সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এরপর থেকেই ভারতের বাইরে লিগগুলোতে খেলার জন্য উন্মুক্ত হয়ে গেছেন তিনি। সম্ভাবনা উঁকি দিচ্ছে এই অলরাউন্ডার বিগ ব্যাশে খেলারও। এমনটা হলে তিনিই প্রথম বিগ ব্যাশে খেলা হাই প্রোফাইল ভারতীয় ক্রিকেটার হবেন।
বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) আইপিএল শিরোপা উদযাপনে হতাহতের ঘটনায় প্রথমবারের মতো মুখ খুলেছেন বিরাট কোহলি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় হতাহতদের নিজেদের 'গল্পের অংশ' হিসেবে বিবৃতি দিয়েছেন তিনি।
চলতি বছরের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এসএ টোয়েন্টি লিগের চতুর্থ আসরের নিলাম। সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ টোয়েন্টির নিলামের জন্য নিবন্ধন করেছিলেন ৭৮২ জন ক্রিকেটার। তবে নিলামে তোলা হচ্ছে ৫৪১ ক্রিকেটারকে। এর মধ্যে বাংলাদেশের ১৪ ক্রিকেটার আছেন। দুজন ক্রিকেটারের নাম প্রকাশ করেছেন আয়োজকরা। যাদের নাম তোলা হবে নিলামে। এর মধ্যে আছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
বিপিএল নিয়ে সমালোচনা চলতেই থাকে। শুরুর দিকে আইপিএলের পরই বিপিএলকে ধরা হতো দ্বিতীয় জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ। এরপর দিনে দিনে মান কমেছে বিপিএলের। গজিয়ে ওঠা অন্য ফ্র্যাঞ্চাইজি লিগরাও নিজেদের মান বাড়িয়েছে।
টানা তৃতীয়বারের মতো দ্য হান্ড্রেডের শিরোপা জিতেছে ওভাল ইনভিনসিবলস। তিনবারই তারা গ্রুপ পর্বের শীর্ষে থেকে সরাসরি লর্ডসের ফাইনালে উঠেছে এবং প্রতিবারই শিরোপা হাতে তুলেছেন অধিনায়ক স্যাম বিলিংস।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট হাতে নিজের যোগ্যতার প্রমাণ আবারও দিলেন সাকিব আল হাসান। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলতে নেমে সিপিএলে নিজের ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন তিনি।
ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন সম্প্রতি আইপিএলসহ সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। অবসরের পর এবার তিনি আগ্রহ দেখিয়েছেন ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) খেলার। সব ঠিকঠাক থাকলে তিনি আসন্ন মৌসুমের নিলামে নাম লেখাবেন।
সিপিএলের এবারের আসরে নিজেদের অষ্টম ম্যাচে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে দুশর বেশি রান করেও জিততে পারল না অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। সাকিব আল হাসান ও আমির জাঙ্গোর হাফ সেঞ্চুরিতে ২০৪ রান করে অ্যান্টিগা। সেই লক্ষ্য টিম সেইফার্টের সেঞ্চুরিতে ২.১ ওভার আর ৬ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় সেন্ট লুসিয়া।
রাজস্থান রয়্যালস সম্পর্ক ছিন্ন করেছে প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে। ফ্র্যাঞ্চাইজিটি জানিয়ে পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই দুই পক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে, ফলে আইপিএলের আগামী আসরে রাজস্থানের ডাগ আউটে দেখা যাবে না ভারতের সাবেক এই ক্রিকেটারকে। আইপিএলের আগামী আগে নতুন কোচ খুঁজতে হচ্ছে আইপিএলের প্রথম আসরের শিরোপা জয়ী দলটিকে।
আইপিএলের শেষ আসরে প্রথমবারের মতো শিরোপা জেতার পর বিজয় উদ্যাপনে বড়সড় বিপর্যয়ের মুখে পড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। এম চিন্নাস্বামী স্টেডিয়ামের পাশে আয়োজিত বিজয় মিছিলে ভিড়ের চাপে পদদলিত হয়ে প্রাণ হারান ১১ জন সমর্থক। আহত হন আরও কয়েকশ জন।