জাকি স্যারের জন্য অস্ট্রেলিয়ায় বসেও কষ্ট অনুভব হচ্ছে রিশাদের

বিপিএল
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচের মিনিট বিশেক আগে অনুশীলন করছিলেন ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা। তাদের সঙ্গে কাজ করছিলেন সহকারী কোচ মাহবুব আলী জাকি। তবে হঠাৎই হার্ট অ্যাটাক করায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরবর্তীতে মাঠে সিপিআর দিয়ে দ্রুততার সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় লম্বা সময় ধরে দেশের ঘরোয়া ক্রিকেট কাজ করা জাকিকে।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেটের আল হারামাইন হাসাপাতালে আইসিইউতে ভর্তি করানো হয় ঢাকার সহকারী কোচকে। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচাতে পারেননি চিকিৎসকরা। বিপিএল মাঠে মাটিতে লুটিয়ে পড়ার পর হাসপাতালে মৃত্যুবরণ করেছেন জাকি। তাঁর এমন মৃত্যু মানতে পারছেন না ক্রিকেটারসহ দেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে সংশ্লিষ্টরা।

খবরটা শুনে বিশ্বাস করতে পারছি না: শরিফুল

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবরটা শুনে এখনো বিশ্বাস করতে পারছি না—আপনি আর আমাদের মাঝে নেই মাহবুব আলী জ্যাকি স্যার। অনূর্ধ্ব-১৯ সময় থেকে আপনার হাত ধরেই আমাদের শেখা শুরু, এরপর বিশ্বকাপ জয়—প্রতিটি মুহূর্তে আপনি পাশে ছিলেন অভিভাবকের মতো।

গত পরশু দিনও প্র্যাকটিসে আমরা কত হাসি-আড্ডা করেছি, ভাবতেই বুকটা ভার হয়ে আসে। আল্লাহ তায়ালা আপনাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দিন। আমিন।

জাকির মৃত্যুতে শোকাহত ঢাকা ক্যাপিটালস

অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ঢাকা ক্যাপিটালস পরিবারের প্রিয় সহকারী কোচ হৃদরোগে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেছেন। এই অপূরণীয় ক্ষতিতে আমরা গভীরভাবে শোকাহত। তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।

কোচের মৃত্যুতে রাজশাহী ও বিসিবির শোক প্রকাশ

লম্বা সময় বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন জাকি। বিসিবির গেম ডেভেলপমেন্টের বিশেজ্ঞ পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। তাসকিন আহমেদের অ্যাকশন শোধরানোর কৃতিত্বও তাঁর। ৫৯ বছর বয়সি কোচের মৃত্যুতে শোক জানিয়েছে বিসিবি। এ ছাড়া বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্সও শোক জানিয়েছে।

জাকির সন্তান ও পরিবারের খরচ বহন করবে ঢাকা

ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ হিসেবে কাজ করার সময় মাঠে লুটিয়ে পড়েন মাহবুব আলী জাকি। সিপিআর দেয়ার পর তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। জাকির মৃত্যুতে তাঁর পরিবার ও সন্তানদের খরচের দায়িত্ব নিয়েছে ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি।

জাকি স্যারের জন্য অস্ট্রেলিয়ায় বসেও কষ্ট অনুভব হচ্ছে রিশাদের

সুদূর অস্ট্রেলিয়াতে যখন শুনছি মাহবুব আলী জ্যাকি স্যার আর আমাদের মাঝে নেই, অনেক কষ্ট অনুভব করছি। স্যারের সাথে আমাদের তৎকালীন অনূর্ধ্ব-১৯ দলের একটা আলাদা ভালোবাসার জায়গা ছিল। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। -- ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন-- "সত্যিই, আমরা আল্লাহর, এবং প্রকৃতপক্ষে, আমরা তাঁর কাছেই ফিরে যাব।"

আরো পড়ুন: