শেষ দুই উইকেটে দাঁড়িয়ে তখন স্বাগতিকদের সামনে সমীকরণ দাঁড়ায় ১২ বলে ১৯ রান। শেষ ওভার শুরুর সময় প্রয়োজন ছিল ৬ বলে ১৩ রান। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস সেই ওভারের দায়িত্ব দেয় মিডিয়াম পেসার সাব্বির হোসেনকে।
সাব্বিরের ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় সিলেট টাইটান্স। শেষ বল পর্যন্ত লড়াই গড়ালেও এক উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা। ম্যাচ শেষে এই রান তাড়ার পেছনের পরিকল্পনার কথা জানান দলের প্রতিনিধি হয়ে আসা খালেদ আহমেদ।
সংবাদ সম্মেলনে খালেদ আহমেদ বলেন, 'ব্যাটিংয়ে আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা পারবো জিততে। যেহেতু ইথান ব্রুকস ছিল, ওদের কোনো সাব্বির ছাড়া কোনো অপশন ছিল না। তো আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা নিতে পারবো রানটা।'
সাব্বিরের করা শেষ ওভারের প্রথম দুই বলে অবশ্য কোনো রান নিতে পারেননি ইথান ব্রুকস। যদিও তৃতীয় বলটা নো হওয়ার পরই কাজ সহজ হয়ে যায় সিলেটের জন্য। ফ্রি হিট থেকে ছক্কা মারার পরের বলে চার মারেন ব্রুকস।
শেষদিকে আউট হয়ে যাওয়ার কারণ হিসেবে খালেদ বলেন, 'খেলা শেষ দিকে, আমি যদি একটা ছয় মেরে দেই তাহলে তো খেলা শেষই হয়ে যায়। তো আমি চেষ্টা করেছি এটা যাতে ছয়টা হয়। আমার হয়তো মিস টাইমিং হয়ে গেছে। টাইমিং হলে হয়তো ছয়টা হয়ে যেত।'