সাব্বিরকে প্রয়োজনে উপরে ব্যাটিং করাবে ঢাকা

বিপিএল
মুশফিকুর রহিম, সাব্বির রহমান ও শামীম পাটোয়ারি, বিসিবি
মুশফিকুর রহিম, সাব্বির রহমান ও শামীম পাটোয়ারি, বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ম্যাচ শুরুর আগেই বড় ধাক্কা খায় ঢাকা ক্যাপিটালস। দলটির সহকারী কোচ মাহবুব আলী জাকি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর ম্যাচের মাঝেই দলটির খবর পায় তাদের কোচের মৃত্যুর। তারপরও নিজেদের শান্ত রেখে মাঠে খেলে গেছেন ঢাকার ক্রিকেটাররা।

তারা রাজশাহী ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়েছে। নিজেদের প্রথম জয়টি কোচকেই উৎসর্গ করেছে ঢাকা। এই ম্যাচে ঢাকার জয়ে বড় অবদান রেখেছেন সাব্বির রহমান। ঢাকার এই ব্যাটার ১০ বলে ২১ রানের ক্যামিও খেলেছেন। আর তাতেই ৭ বল হাতে রেখে জয় তুলে নেয় দলটি।

ম্যাচ শেষে ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন জানিয়েছেন সাব্বিরের ক্যারিয়ার শুরু থেকেই সামনে থেকে দেখেছেন তিনি। তার অধীনে এসএ গেমস দিয়ে আলোচনায় আসা সাব্বির ঢাকা প্রিমিয়ার লিগেও খেলেছেন তার অধীনে। ফলে তার শক্তিমত্তা বেশ ভালোভাবেই জানা আছে মিঠুনের।

ঢাকার অধিনায়ক সংবাদ সম্মেলনে বলেন, 'আমি ওর শুরু থেকেই সাথে ছিলাম। আমি ওর ক্যাপ্টেন ছিলাম এসএ গেমস থেকে। এসএ গেমসে আমরা গোল্ড পেয়েছিলাম। প্রিমিয়ার লিগও কিন্তু প্রথম দিকে গাজিতে আমার দলের হয়ে খেলেছে। আমি জানি ওর অ্যাবিলিটি কী। ও কোথায় বেশি ইফেক্টিভ।'

দলের প্রয়োজনে সাব্বিরকে আরও উপরে ব্যাট করাবে ঢাকা এমনটাই জানিয়েছেন মিঠুন। তার কাছ থেকে ৫০, ৬০, ৭০ রানের ইনিংস চান না। প্রয়োজনে ১০ রানের ইনিংস চান যাতে করে দল উপকৃত হয়। সাব্বিরের কাছ থেকে সেই কার্যকরী ব্যাটিংই চাওয়া ঢাকার অধিনায়কের।

মিঠুন বলেন, 'আমার দলে ও যেখানে কাজে আসবে যদি কখনো আমাদের মনে হয় যে ওকে উপরে পাঠালে আমার টিম উপকৃত হবে অবশ্যই উপরে যাবে। টি-টোয়েন্টি ম্যাচ এমন না যে আপনাকে প্রতি ম্যাচে ৫০, ৬০, ৭০ করতে হবে। টি-টোয়েন্টি ম্যাচ হচ্ছে আপনি ১০ রান করে ম্যাচ জেতালে ১০০ মারার সমান।'

আরো পড়ুন: