৫ বছর পর সিপিএলে শিরোপা জিতল নাইট রাইডার্স
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ১৩তম আসরে শিরোপা ঘরে তুলেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে তিন উইকেটে হারিয়েছে নিকোলাস পুরানের দল।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ১৩তম আসরে শিরোপা ঘরে তুলেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে তিন উইকেটে হারিয়েছে নিকোলাস পুরানের দল।
অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে এবারের সিপিএলের এলিমিনেটর ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান। ইনিংসের শেষ দিকে নেমে দ্রুত রান তোলার কাজটা ভালোভাবেই করেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। যদিও তার ঝড়ো পারফরম্যান্সের দিনে অ্যান্টিগা হারল ৯ উইকেটের বড় ব্যবধানে। একইসাথে টুর্নামেন্টে নিজেদের যাত্রার ইতি টানল দলটি।
সবার চাহিদার কথা মাথায় রেখে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে বাড়ানো হচ্ছে ভেন্যুর সংখ্যা। বিপিএলের নতুন এবং চতুর্থ ভেন্যু হওয়ার দৌড়ে বেশ ভালোভাবেই আছে খুলনা, রিশাল, রাজশাহী, বগুড়া। বিপিএলের মাস কয়েক বাকি থাকলেও নতুন ভেন্যু চূড়ান্ত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সরজমিনে ঘুরে দেখা গেছে, দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনে বগুড়ার পাশাপাশি প্রস্তুত নয় বরিশাল ও রাজশাহী। আকরাম খানও এমন ইঙ্গিত দিয়েছেন।
বল হাতে সব থেকে খরুচে, ব্যাত হাতে দলকে ফেললেন বিপদে। বৃহস্পতিবার ভোরে সাকিব আল হাসান ব্যাট হাতে হতাশ করেন টাইগার ভক্তদের। বল হাতে অবশ্য মুন্সিয়ানা দেখান তিনি। আর ব্যাট হাতে নেমে মাঠে টিকলেন মাত্র দুই বল। এক রান করেই ফিরলেন সাজঘরে। যদিও চার উইকেটে ম্যাচটি জিতে অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকন্স। প্রথমবারের মতো প্লে-অফেও জায়গা করে নিলো সাকিবের দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে এনওসি বা অনাপত্তিপত্র চেয়েছেন তাইজুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান। তাইজুল এসএ-টোয়েন্টিতে খেলার জন্য এবং মুস্তাফিজ দুবাই ক্যাপিটালসে খেলার জন্য এনওসি চেয়েছেন বলে ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।
মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) চতুর্থ আসরের পর্দা উঠছে আগামী বছরের ১৮ জুন থেকে। এই টুর্নামেন্টের ফাইনাল হবে ১৮ জুলাই। আগের আসরের মতো এবারও ছয় দলের এই টুর্নামেন্টে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে সিজন ফোরের সময়সূচি ঘোষণা হলেও এখনো যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইউএসএসি) আনুষ্ঠানিকভাবে জানায়নি আমেরিকান ক্রিকেট এন্টারপ্রাইজেসের (এসিই) সঙ্গে তাদের চুক্তি পুনর্বহাল থাকছে কিনা।
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির বাইরে গিয়ে দর্শকদের আরো ছোট ও গতিময় ক্রিকেট উপহার দিতে ২০২১ সালে ১০০ বলের এক নতুন ফরম্যাটের ক্রিকেট টুর্নামেন্ট চালু করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। তবে ৫ বছর পরও কাঙ্ক্ষিত সাফল্য পায়নি এই টুর্নামেন্টটি। গুঞ্জন আছে দ্য হান্ড্রেড ফরম্যাট বদলে টি-টোয়েন্টিতে রূপ নিতে পারে।
সাউথ আফ্রিকার এসএ টি-টোয়েন্টির নিলাম দিয়েছিলেন ২৩ ক্রিকেটার। তবে ফ্র্যাঞ্চাইজিদে চাহিদায় চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছিলেন ১৪ জন। ৯ সেপ্টেম্বর হওয়া নিলাম থেকে অবশ্য দল পেয়েছেন মাত্র একজন। ৫ লাখ র্যান্ডে তাইজুল ইসলামকে দলে নিয়েছে ডারবান সুপার জায়ান্টস। প্রথমবারের মতো বিপিএল ও দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন বাঁহাতি এই স্পিনার।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল শুরু করা ক্রিস গেইল নিজের শেষ ম্যাচ খেলেছেন কিংস ইলেভেন জার্সিতে। আইপিএলে নিজের শেষ চার মৌসুমের সবকটিই খেলেছেন তাদের হয়ে। টি-টোয়েন্টি ক্রিকেটে মারকুটে ব্যাটিংয়ের জন্য ‘ইউনিভার্স বস’ খ্যাতি পাওয়া গেইল অসম্মানিত হয়েছিলেন পাঞ্জাবের হয়ে খেলার সময়। আইপিএলের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন তিনি। পাঞ্জাবের এমন কাণ্ডে মানসিকভাবে ভেঙেও পড়েছিলেন গেইল।
জিততে হলে শেষ ৬ বলে ১২ রানের সমীকরণ সামনে ছিল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের। বার্বাডোস রয়্যালসের পেসার শেরফান রাদারফোর্ট প্রথম দুটি বলই করেন ওয়াইড। ফলে ৬ বলে ১০ দরকার ছিল অ্যান্টিগার। তখনও ব্যাটিংয়ে আদ্রিস গুস ও ইমাদ ওয়াসিম। প্রথম বলটি ডিপ এক্সট্রা কাভারে ঠেলে ২ রান নেন ইমাদ। পরের বলে আবার ওয়াইড।
সাউথ আফ্রিকার তরুণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস। যুব বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স দেখিয়ে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। এরপর খেলেছেন চেন্নাই সুপার কিংসেও। প্রোটিয়া দলেরও গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন তিনি। তাকে অনেকেই বেবি এবি বলে ডেকে থাকেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মাঠ ভরা দর্শক থাকে। ভারতের দর্শকরা আইপিএল মাঠে বসে দেখতেই বেশি ভালোবাসেন। তবে এর জন্য মোটা অঙ্কের অর্থ খরচ করতে হয় তাদের। তবে এবার থেকে আরও বেশি অর্থ খরচ হবে মাঠে বসে খেলা দেখতে চাওয়া দর্শকদের।