
ক্রিকেটারদের বলেছি আমরা এখনও কিছু অর্জন করিনি: পন্টিং
আইপিএলের সবশেষ ১০ মৌসুমে সেরা চারে উঠতে পারেনি পাঞ্জাব কিংস। শ্রেয়াস আইয়ার ও রিকি পন্টিংয়ের হাত ধরে সেরা চারে জায়গা করে নিয়েছে তারা। পাশাপাশি পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে থাকা নিশ্চিত করে প্রথম কোয়ালিফায়ারও খেলার সুযোগ লুফে নিয়েছে পাঞ্জাব। পরের দুই ম্যাচের একটিতে জিততে পারলে ফাইনালেও জায়গা করেন নেবেন আইয়াররা। এমন কিছুর পরও পন্টিং জানান, তারা এখনো কিছু অর্জন করেননি। এমনকি ড্রেসিং রুমে ক্রিকেটারদের এমন কথাই বলে আসছেন পাঞ্জাবের প্রধান কোচ।