জাকির জায়গায় আশিককে দায়িত্ব দিলো ঢাকা

বিপিএল
আশিকুর রহমান মজুমদার
আশিকুর রহমান মজুমদার
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচের মিনিট বিশেক আগে অনুশীলন করছিলেন ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা। তাদের সঙ্গে কাজ করছিলেন সহকারী কোচ মাহবুব আলী জাকি। তবে হঠাৎই হার্ট অ্যাটাক করায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

পরবর্তীতে মাঠে সিপিআর দিয়ে দ্রুততার সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাকে বাঁচানো যায়নি। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেটের আল হারামাইন হাসাপাতালে আইসিইউতে ভর্তি করানো হয় ঢাকার সহকারী কোচকে।

শেষ পর্যন্ত তার নিথর দেহ সিলেট স্টেডিয়ামে আসে এবং সেখানেই জানাজা অনুষ্ঠিত হয়। এরই মধ্যে ঢাকা ক্যাপিটালস জাকির বদলি ঘোষণা করেছে। সহকারী কোচ হিসেবে যুক্ত করা হয়েছে আশিকুর রহমান মজুমদারকে।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস কতৃপক্ষ। এরই মধ্যে সিলেটে ঢাকা দলের সঙ্গে যোগ দিয়েছেন। আশিক কোচ হিসেবে বেশ অভিজ্ঞই।

ঢাকা প্রিমিয়ার লিগের দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন আশিক। এমনকি জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগের সহকারী কোচ হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি।

আরো পড়ুন: