প্রত্যাশিত রান না হলেও দ্বিতীয় দিনে নোয়াখালী এক্সপ্রেস ও সিলেটের ম্যাচে হয়েছে চরম নাটকীয়তা। একটা সময় মনে হচ্ছিল সহজেই জিতে যাবে সিলেট। তবে মেহেদী হাসান রানার হ্যাটট্রিকে মোড় ঘুরে ম্যাচের। শেষ ওভারের নাটকীয়তায় যদিও এক উইকেটের জয় পেয়েছে মেহেদী হাসান মিরাজের স্বাগতিক সিলেট। দুইটা ম্যাচেই পয়সা উসুল হয়েছে মাঠে খেলা দেখতে আসা দর্শকদের।
প্রথম দুই দিনে এখনো পর্যন্ত চারটি ম্যাচ হয়েছে। একটা ম্যাচে কেবল রান দুইশর কাছাকাছি গেছে। বাকি তিনটা ম্যাচের একটি দেড়শ ছুঁয়েছে, অন্য দুইটি ১৩০ থেকে ১৫০ রানের মধ্যে আটকে গেছে। অর্থাৎ চার ম্যাচের তিনটিতেই প্রত্যাশিতভাবে রানের দেখা পাওয়া যায়নি। যার বড় একটা কারণ সবগুলো ম্যাচই হয়েছে একটি উইকেটে। স্বাভাবিকভাবে একই উইকেটে টানা দুইটা খেলা হওয়ার পর পরের দিন নতুন উইকেটে খেলা হয়ে থাকে।
বিপিএলের প্রথম চার ম্যাচে অবশ্য এমন চিত্র দেখা যায়নি। রাজিন সালেহ মনে করেন, একই উইকেটে চারটি ম্যাচ হওয়ায় দলগুলোর জন্য কাজটা কঠিন হয়ে গেছে। বিশেষ করে বড় ইনিংস খেলার মতো অনায়াসে ব্যাটিং করতে পারছেন না তারা। একই উইকেটে কেন সবগুলো ম্যাচ হয়েছে, সেটার কারণ খুঁজছেন রাজশাহীর সিনিয়র সহকারী কোচও।
এ প্রসঙ্গে রাজিন বলেন, ‘প্রতিপক্ষ নিয়ে যদি বলেন তাহলে আমরা কাউকে ছোট করে দেখি না। টি-টোয়েন্টি খেলা যেকোন সময় যেকোন মুহূর্তে পরিবর্তন হয়ে যায়। যে খেলোয়াড়রা মাঠে ভালো খেলবে তারাই ম্যাচ জিতবে। উইকেটের কথা যদি বলেন, আমি আশা করি নাই যে একই উইকেটে চারটা ম্যাচ হবে। সাধারণত একদিনে একটা ম্যাচ হলে পরের দিন নতুন উইকেটে হয়। কিন্তু এটা কেন হয়েছে আমি জানি না। তবে এটা যেকোন দলের জন্যই কঠিন যখন একটা উইকেটে তিন-চারটা ম্যাচ হয়।’
বিপিএলের উদ্বোধনী ম্যাচেই দুর্দান্ত জয় পেয়েছে রাজশাহী। তবে দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের সঙ্গে পেরে উঠতে পারেনি তারা। ইমাদ ওয়াসিম, নাসির হোসেনের বোলিংয়ের পাশাপাশি আব্দুল আল মামুন ও সাব্বিরের ব্যাটে সহজ জয় পায় ঢাকা। রাজিন মনে করেন, বোলাররা ভালো করলেও ২০ রান কম ছিল তাদের। ম্যাচ হারলেও পারফরম্যান্স নিয়ে খুশি রাজশাহীর সিনিয়র সহকারী কোচ।
রাজিন বলেন, ‘প্রথম ম্যাচটা যদি দেখেন দুইটা ইনিংসেই পারফরম্যান্স ভালো হয়েছে। ব্যাটিং ভালো হয়েছে কারণ উইকেটটা অনেক ভালো ছিল। দ্বিতীয় ম্যাচটা যদি দেখেন আমি মনে করিনা উইকেটটা তেমন একটা ভালো ছিল। গতকালকের দুইটা ম্যাচই যদি দেখেন খুব বেশি কিন্ত রান হয়নি। ওই জায়গায় আমি মনে করি না আমাদের বোলাররা খারাপ বল করেছে। আমাদের রানটা যদি একটু বেশি হতো, ধরুন ২০টা রান যদি বেশি হতো হয়তবা আমরা ওই ম্যাচটা অনায়াসে লুফে নিতাম।’