বিগ ব্যাশে চালু হচ্ছে ‘ডেজিগনেটেড ব্যাটারের’ নিয়ম, করতে হবে না ফিল্ডিং

বিগ ব্যাশ
বিগ ব্যাশ
বিগ ব্যাশ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বিগ ব্যাশ লিগের (বিবিএল) আগামী মৌসুম থেকে চালু হতে যাচ্ছে ডেজিগনেটেড ব্যাটার ও ফিল্ডারের নিয়ম। এই নিমেয়ের ফলে ফিল্ডিং না করেই ব্যাটিং করতে পারবেন দলগুলোর একজন ব্যাটার। এই ধারণাটি নেয়া হয়েছে জনপ্রিয় খেলা বেসবল থেকে। গত কয়েক গ্রীষ্ম থেকেই বিগ ব্যাশের আলোচনায় ছিল এই পদ্ধতি।

নতুন নিয়ম অনুযায়ী, দলগুলো এমন একজন খেলোয়াড় বেছে নিতে পারবে, যার শুধু ব্যাট করার অনুমতি থাকবে, কিন্তু ফিল্ডিং করতে হবে না। এই নিয়মটি বিশেষভাবে উপকারে আসতে পারে বয়সী ব্যাটারদের ক্যারিয়ার দীর্ঘায়িত করতে। বিশেষ করে অ্যাডিলেড স্ট্রাইকার্সের সর্বোচ্চ রান সংগ্রাহক ক্রিস লিন কিংবা পার্থ স্কর্চার্সের তারকা মিচেল মার্শের ক্ষেত্রে এমনটা উপযোগী হতে পারে।

ফিল্ডিংয়ের বাড়তি শারীরিক চাপ না থাকলে তারা আরও কিছু মৌসুম মাঠে থাকতে পারবেন এই ক্রিকেটাররা। দীর্ঘ টেস্ট সূচিতে ক্লান্ত খেলোয়াড়দেরও বিগব্যাশে নিয়মিত খেলতে আগ্রহী করে তুলতে পারে এই নিয়ম। অস্ট্রেলিয়ার সাম্প্রতিক অ্যাশেজ জয়ে বড় ভূমিকা রাখা ট্রাভিস হেড এবারের বিগ ব্যাশে খেলছেন না।

ভবিষ্যতে তার মতো ক্রিকেটারদেরও বিগ ব্যাশে খেলতে দেখা যেতে পারে এই নিয়মের কারণে। অস্ট্রেলিয়ান ক্রিকেটের কিংবদন্তি রিকি পন্টিং এই নিয়মের পক্ষে মত দিয়েছেন। তার মতে, এটি একদিকে অভিজ্ঞ ও জনপ্রিয় ব্যাটারদের ধরে রাখবে, অন্যদিকে তরুণ খেলোয়াড়দের ফিল্ডিং উন্নয়নের সুযোগ করে দেবে।

চ্যানেল সেভেনে পন্টিং বলেন, 'কিছু খেলোয়াড় এমন পর্যায়ে পৌঁছায়, যেখানে তারা মনে করে ফিল্ডিংয়ে আর তেমন বড় প্রভাব ফেলতে পারছে না। পাশাপাশি ফিল্ডিং করতে গিয়ে চোট পাওয়ার আশঙ্কাও থাকে। এই টুর্নামেন্টের জন্য সবচেয়ে খারাপ হবে যদি গুরুত্বপূর্ণ সময়গুলোতে এসব বড় নাম খেলতেই না নামে। দর্শক হিসেবে আমরা সবাই চাই সেরা খেলোয়াড়দের মাঠে দেখতে। যদি এই নিয়ম সেটা নিশ্চিত করে এবং তাদের ক্যারিয়ারের স্থায়িত্ব বাড়ায়, তাহলে সেটা অবশ্যই ইতিবাচক।'

নিয়ম অনুযায়ী, ডেজিগনেটেড ব্যাটার বা ফিল্ডার কেউই বোলিং করতে পারবেন না। তবে ডেজিগনেটেড ফিল্ডার উইকেটকিপারের দায়িত্ব পালন করতে পারবেন। যদি কোনো দল ডেজিগনেটেড ব্যাটার না নিতে চায়, তাহলে তারা আগের মতোই একাদশ নামাতে পারবে।

মেলবোর্ন স্টারসের অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলও এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবেই দেখছেন। চ্যানেল সেভেনে তিনি বলেন, 'এটা টুর্নামেন্টে নতুন একটা মাত্রা যোগ করবে। তবে আগামী বছর এটি কীভাবে বাস্তবে কাজ করে, সেটা দেখার বিষয়।'

আরো পড়ুন: