
ভবিষ্যৎ নিয়ে রোহিতকে ভাবতে বলছেন শাস্ত্রী
অস্ট্রেলিয়া- ভারতের চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজে নিয়মিতই ব্যর্থ হচ্ছেন রোহিত শর্মা। টেস্ট ক্রিকেটে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন ভারতের এই অধিনায়ক। ক্যারিয়ারে এর আগে কোনো সিরিজে এতোটা ছন্দ পতন হয়নি ভারতের এই ওপেনারের। মেলবোর্ন টেস্ট হারের পর অবসরের কিছুটা ইঙ্গিত দিয়ে রেখেছেন রোহিত। একইসঙ্গে ভবিষ্যৎ সম্পর্কে তাকে ভাবার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রীও।