ফাইনালে যেতে ভারত, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়াকে যা করতে হবে
ছবি: মেলবোর্নে ভারতকে হারিয়ে উল্লাসে মাতোয়ারা অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া— ৬১.৪৬ শতাংশ পয়েন্ট
ম্যাচ বাকি — ভারত (১ টেস্ট ঘরের মাঠ), শ্রীলঙ্কা (২ টেস্ট অ্যাওয়ে)
আগামী ৩ জানুয়ারি সিডনিতে হবে বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ টেস্ট। সিডনিতে জিততে পারলে সরাসরি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেবে অস্ট্রেলিয়া। এমনকি শ্রীলঙ্কা সফরে গিয়ে ২-০ ব্যবধানে গিয়ে হারলেও। কারণ তখন অস্ট্রেলিয়ার ৫৭.০২ শতাংশ, ভারতের ৫০ শতাংশ এবং শ্রীলঙ্কার ৫৩.৮৫ শতাংশ পয়েন্ট হবে। ফলে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকায় সাউথ আফ্রিকার প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া। সিডনিতে ড্র হলেও ভারতের চেয়ে এগিয়ে থাকবে প্যাট কামিন্সরা।
তখন অবশ্য শ্রীলঙ্কার জন্যও ফাইনালের দুয়ার খোলা থাকবে। অজিরা যদি সিডনিতে ড্র করে এবং শ্রীলঙ্কা সফরের দুই টেস্টেই হারে তখন তাদের পয়েন্ট হবে ৫৩.৫১ শতাংশ। আর শ্রীলঙ্কা ৫৩.৮৫ শতাংশ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলবে। কামিন্সরা যদি পঞ্চম ও শেষ টেস্টে হারে তাহলে তাদের লঙ্কা দ্বীপে অন্তত একটি ম্যাচ জিততে হবে। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজ ১-১ এ ড্র হলে অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে ৫৭.০২ শতাংশ আর ভারতের ৫৫.২৬ শতাংশ।
ভারত— ৫২.৭৮ শতাংশ পয়েন্ট
ম্যাচ বাকি— অস্ট্রেলিয়ার বিপক্ষে এক টেস্ট (অ্যাওয়ে)
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে সিডনি টেস্টে জিততেই হবে ভারতকে। তখন রোহিত শর্মা-বিরাট কোহলিদের পয়েন্ট হবে ৫৫.২৬ শতাংশ। অস্ট্রেলিয়া যদি শ্রীলঙ্কা সফরে একটির বেশি ম্যাচ ড্র করতে না পারে তাহলে ভারত উঠে যাবে ফাইনালে। কারণ তখন অস্ট্রেলিয়া ৫৩.৫১ শতাংশ আর শ্রীলঙ্কা ৪৮.৭২ শতাংশ পয়েন্ট (১-০ ব্যবধানে শ্রীলঙ্কার সিরিজ জয় ধরে) নিয়ে শেষ করবে।
সিডনিতে যদি ভারত ড্র করে তখন তাদের পয়েন্ট হবে ৫১.৭৫ শতাংশ এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যাওয়ার দৌড় ধেকে ছিটকে যাবে। ভারত ও অস্ট্রেলিয়ার শেষ টেস্ট ড্র হওয়ার পর কামিন্সরা যদি শ্রীলঙ্কায় দুটি ম্যাচ হারে তখন তারা ৫৩.৫১ শতাংশ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্র শেষ করবে। এমনটা হলে ৫৩.৫১ শতাংশ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে যাবে শ্রীলঙ্কা এবং তারাই শেষ পর্যন্ত ফাইনাল খেলবে।
শ্রীলঙ্কা— ৪৫.৪৫ শতাংশ পয়েন্ট
ম্যাচ বাকি— অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ টেস্ট (ঘরের মাঠে)
সিডনি টেস্ট যদি ড্র হয় এবং ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিততে পারলেই কেবল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে শ্রীলঙ্কা। কারণ তখন শ্রীলঙ্কার ৫৩.৮৫ শতাংশ, অস্ট্রেলিয়া ৫৩.৫১ শতাংশ এবং ভারত ৫১.৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে শেষ করবে। যদি ভারত সিডনি টেস্ট জিতে তাহলে শ্রীলঙ্কা ছিটকে যাবে এবং তিন দলের মাঝে সবার উপরে থেকে ফাইনালে জায়গা করে নেবে অস্ট্রেলিয়া।