promotional_ad

কনস্টাসকে ধাক্কা দেয়ায় কোহলির জরিমানা

প্রথম ইনিংসের ১০ম ওভার শেষে তর্কে জড়িয়েছেন বিরাট কোহলি ও স্যাম কনস্টাস, এএফপি
মোহাম্মদ সিরাজের শর্ট লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে টপ এজ হয়েছিলেন স্যাম কনস্টাস। ডিপ মিড উইকেটে কোন ফিল্ডার না থাকায় বেঁচেই গেছেন তরুণ এই ওপেনার। সিরাজের বলে সিঙ্গেল নিয়ে হাতের গ্লাভস খুলতে খুলতে অন্য প্রান্তের ব্যাটার উসমান খাওয়াজার দিকে হেঁটে যাচ্ছিলেন কনস্টাস। এমন সময় উল্টো দিক থেকে বল হাতে নিয়ে এগিয়ে যাওয়ার সময় অনেকটা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই অভিষিক্ত ওপেনারকে ধাক্কা দেন বিরাট কোহলি।

promotional_ad

অজি এই ব্যাটার চোখ রাঙিয়ে সঙ্গে সঙ্গে কিছু একটা বলেন কোহলিকে। ক্রিকেট মাঠে বরাবরই আগ্রাসী মনোভাব নিয়ে থাকা কোহলিও চুপ থাকেননি। কথার লড়াইয়ে সামিল হন দুজনই। শেষমেষ আরেক অজি ওপেনার খাওয়াজা এবং অনফিল্ড আম্পায়ারের প্রচেষ্টায় থামানো হয় তাদের দুজনকে। এমন ঘটনায় কোহলিকে শাস্তি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।


আরো পড়ুন

ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়

১৭ ঘন্টা আগে
ব্যাটিংয়ে আবারও বাংলাদেশের হতাশা

ক্রিকেটে শারীরিক সংঘর্ষের কোন সুযোগ নেই। আইসিসির আচরণবিধির ২.১২ অনুচ্ছেদে বলা হয়েছে, ক্রিকেটে যেকোনো ধরনের অনুপযুক্ত শারীরিক সংঘর্ষ নিষিদ্ধ। কোন ধরনের সীমাবদ্ধতা ছাড়াই কোন খেলোয়াড় যদি ইচ্ছাকৃতভাবে, বেপরোয়াভাবে কিংবা অবহেলা করে হেঁটে যাওয়ার সময় যদি অন্য কোন খেলোয়াড় বা আম্পায়ার ধাক্কা দেয় তাহলে এই নিয়ম ভঙ্গ করবে।



promotional_ad

আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় কোহলিকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। কোহলির পাশাপাশি কনস্টাসকেও জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। অভিষেকে ৬৫ বলে ৬০ রানের ইনিংস খেলা ডানহাতি ওপেনারকে একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। 


আরো পড়ুন

ভারতকে একাই জেতালেন তিলক

২৫ জানুয়ারি ২৫
ভারতকে জিতিয়ে ফেরার পথে তিলক ভার্মাকে কুর্নিশ জানাচ্ছিলেন অধিনায়ক তিলক ভার্মা

প্রথম দিনের খেলা শেষে তাদের দুজনের বিপক্ষে অভিযোগ করেন জোয়েল উইলসন, মাইকেল গফ, তৃতীয় আম্পায়ার শরফদ্দৌলা ইবনে সৈকত। তাদের প্রতিবেদনের ভিত্তিতে কোহলিকে জরিমানা করেছে আইসিসি। নিজেদের দোষ মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির কোন প্রয়োজন হয়নি। 



বোর্ডার-গাভাস্কার সিরিজে তিন ম্যাচ শেষে ১-১ সমতায় অস্ট্রেলিয়া ও ভারত। সিরিজের চতুর্থ টেস্টে মেলবোর্নে টস জিতে আগে ব্যাটিং করছে অজিরা। কনস্টাস, খাওয়াজা, মার্নাস ল্যাবুশেন ও স্টিভ স্মিথের হাফ সেঞ্চুরিতে প্রথম দিনের খেলা শেষে ৬ উইকেটে ৩১১ রান তুলেছে অজিরা। তিন উইকেট নিয়ে ভারতের হয়ে দিনের সেরা বোলার জসপ্রিত বুমরাহ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball