promotional_ad

শুধু ফর্মের কারণে বাদ পড়েননি গিল, দাবি সহকারী কোচের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ফিল্ডিংয়ে শুভমান গিল
বক্সিং ডে টেস্টের ভারত দলে নেই শুভমান গিল! তাকে ছাড়াই ভারতের একাদশ দেখে অনেকেই অবাক হয়েছিলেন। ধারণা করা হচ্ছিল কম্বিনেশনের কারণে তাকে বাদ দেয়া হয়েছে। অবশেষে এই ব্যাটারকে নিয়ে মুখ খুলেছেন ভারতের সহকারী কোচ অভিষেক নায়ার।

promotional_ad

উইকেট দেখার পর রবীন্দ্র জাদেজার সঙ্গে একজন বাড়তি স্পিনার খেলানোর প্রয়োজন অনুভব করেছিল ভারত। সে কারণেই ওয়াশিংটন সুন্দরকে দলে নিয়েছিল তারা। তাকে জায়গা দিতে না পেরে কিছুটা হতাশ ভারতের এই সহকারী কোচ। গিলের ফর্মই শুধু বাদ পড়ার কারণ নয়। সেটাও জানিয়েছেন তিনি।


প্রথম দিনের খেলা শেষে নায়ার বলেছেন, ‘পিচ দেখার পর, আমরা অনুভব করেছি যে ওয়াশিংটন জাদেজাকে সমর্থন করার জন্য উপযুক্ত হবেন। গিলের জন্য আমি দুঃখিত, কিন্তু সে এটা বুঝতে পেরেছে। তাকে দল থেকে বাদ দেওয়া হয়নি, শুধু তার জায়গায় খেলতে পারেননি। একাদশে জায়গা করে নিতে পারিনি।’


promotional_ad

অ্যাডিলেডে  গোলাপি বলের টেস্টে গিল দুই ইনিংসে ৩১ এবং ২৮ রান করেন। ব্রিসবেনে একমাত্র ইনিংসে ১ রান করেই ফিরতে হয়েছিল তাকে। গিল উপমহাদেশের বাইরে সর্বশেষ সেঞ্চুরি করেছেন ২০২১-২২ বোর্ডার গাভাস্কার সিরিজে। এবার টানা ব্যর্থ হওয়ার পর দলে তার জায়গা নিয়ে আলোচনা শুরু হয়েছিল।


আগের ম্যাচেই অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তাই ভারতের একাদশে একজন স্পিনার নিতেই হতো। সেই তাগিদেই নেয়া হয়েছে সুন্দরকে। মেলবোর্ন টেস্টের প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ৩১১ রান। ফলে বোঝাই যাচ্ছে ভারতের বোলিং আক্রমণ খুব বেশি প্রভাব রাখতে পারেনি প্রথম দিনে।


এদিকে সুন্দরকে একাদশে নেয়ার কারণ ব্যাখ্যা করে নায়ার বলেছেন, 'পিচের চরিত্র অনুযায়ী আমাদের মনে হয়েছে, ওয়াশিংটন সুন্দর খেললে আমাদের বোলিংয়ে, বিশেষ করে পুরনো বলে বৈচিত্র্য থাকবে। ট্রাভিস হেড, অ্যালেক্স ক্যারিরা লোয়ার অর্ডারে ভালো রান যোগ করে চলেছে ওদের। তাই আমরা একজন অফস্পিনারকে খেলাতে চেয়েছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball