ম্যাচে শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। এমন পরিস্থিতিতে দৃঢ়তা দেখান তিলক। তিনটি চার ও চারটি ছক্কায় গড়া ইনিংসে তিনি দলকে বিপদমুক্ত করেন এবং শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন।
দুবাই থেকে হায়দরাবাদে ফেরার পর গণমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন এই বাঁহাতি ব্যাটার, 'তারা (পাকিস্তানি খেলোয়াড়রা) অনেক চেষ্টা করছিল এবং আমরা যখন তিন উইকেট হারালাম, তখন তারা আমাদের ওপর চাপ সৃষ্টি করছিল।'
'কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল শান্ত থাকা এবং ভালো খেলে ম্যাচটা জেতা। ম্যাচ জিতে আমি তাদের সঠিক জবাবই দিয়েছি যা সবাই দেখেছে।'
এই টুর্নামেন্টে পাকিস্তানকে তিনবার হারিয়েছে ভারত। গ্রুপ পর্বে সূর্যকুমার যাদবের নেতৃত্বে রান তাড়া করে জয় আসে। সুপার ফোরে শুরু থেকেই দাপট দেখান অভিষেক শর্মা ও শুভমান গিল। ফাইনালে পাকিস্তান ১৪৬ রান করলেও কুলদীপ যাদবের চার উইকেট ও শিভম দুবের ফিনিশিংয়ে জয় তুলে নেয় ভারত।
তবে শিরোপা জয়ের আনন্দ খানিকটা ম্লান হয়ে যায় ট্রফি বিতরণ অনুষ্ঠান না হওয়ায়। ম্যাচ শেষে কোনো আনুষ্ঠানিক ট্রফি প্রদান হয়নি। ফলে ভারতীয় দল শিরোপা ছাড়াই দেশে ফিরে আসে। বিষয়টি ঘিরে দুই দলের মধ্যে উত্তেজনাও লক্ষ্য করা গেছে।
এশিয়া কাপ শেষ হলেও বিশ্রামে নেই ভারতীয় ক্রিকেটাররা। অনেকে অস্ট্রেলিয়া ‘এ’-এর বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলছেন, আবার কয়েকজন মূল খেলোয়াড় প্রস্তুতি নিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের জন্য, যা শুরু হবে ২ অক্টোবর, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।