‘বাজে ফর্মের কারণে রোহিতের অধিনায়কত্বে প্রভাব পড়ছে’
ছবি: দুঃসময় যেন পিছুই ছাড়ছে না রোহিত শর্মার
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে একেবারেই রানের দেখা পাচ্ছেন না রোহিত। ঘরের মাঠে সবশেষ নিউজিল্যান্ড সিরিজে মাত্র একটি হাফ সেঞ্চুরি পেয়েছিলেন ডানহাতি এই ওপেনার। বাকি পাঁচ ইনিংসে আউট হয়েছেন যথাক্রমে ২, ০, ৮, ১৮, এবং ১১ রানে। অস্ট্রেলিয়ার বিপক্ষেও ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন রোহিত। অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে দুই ইনিংসে যথাক্রমে ৩ ও ৬ রান করেছিলেন।
ব্রিসবেন টেস্টে এক ইনিংসে ব্যাটিং করে ডানহাতি এই ব্যাটার করেছিলেন ১০ রান। এবার ব্যর্থ হয়েছেন মেলবোর্নে চলা বক্সিং ডে টেস্টও। এমন অফ ফর্মের কারণে রোহিতের অধিনায়কত্বও বাজে হচ্ছে! কদিন আগে এমন অভিযোগ করেছিলেন চেতেশ্বর পূজারা ও হরভজন সিং। মেলবোর্নে ধারাভাষ্য দেয়ার সময় মার্ক নিকোলাস অভিযোগ করেন, রোহিতের বাজের ফর্ম অধিনায়কত্বেও প্রভাব ফেলছে।
নিকোলাসের এমন কথার জের ধরে এমকেএস প্রসাদ বলেন, ‘হ্যাঁম রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে সঠিক একটি বিষয় চিহিৃত করেছো মার্ক (নিকোলাস)। বোর্ডার-গাভাস্কার সিরিজ খেলতে যাওয়ার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের তিন ম্যাচের সিরিজ ছিল। এটা খুবই দুঃখজনক, পরপর তিন ম্যাচে হেরেছি ভারতের ক্রিকেট ইতিহাসে এমনটা কখনই ঘটেনি। পুরো সিরিজে রোহিত যেন দাঁড়িয়েছিল, সে কোন রানই পায়নি।’
‘তারপর সে এই সিরিজে খেলতে আসে। প্রথম ম্যাচে সে খেলেনি, বুমরাহ দারুণভাবে দলকে নেতৃত্ব দিয়েছে। সে (রোহিত) ক্রমাগত ব্যর্থতা নিয়ে দলে এসেছে। ব্যক্তিগতভাবে আমার মনে হয় এটা সরাসরি প্রভাব ফেলছে। একজন অধিনায়ক যদি এমন ফর্ম নিয়ে খেলে তাহলে এটা সরাসরি তাঁর দলের উপর প্রভাব ফেলে। সে ধারাবাহিক ব্যর্থতার পর দলে এসেছে এবং স্পষ্টভাবে দেখিয়েছে দলকে কিভাবে নেতৃত্ব দিয়েছে। অনেক ক্ষেত্রে সে সক্রিয় ছিল না।’
রোহিতের বাজে অধিনায়কত্বের প্রমাণ দিতে গিয়ে জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজকে এক টানা বোলিং করিয়ে নেয়ার বিষয়টি সামনে এনেছেন। মেলবোর্ন টেস্টের প্রথম দিনের সকালে এক স্পেলে বুমরাহ ও সিরাজকে টানা ১১ ওভার বোলিং করিয়েছিলেন রোহিত। ওই সময় স্যাম কনস্টাস ভারতের পেসারদের আক্রমণ করলেও নতুন কোন পরিকল্পনায় এগোতে দেখাতে যায়নি ভারতের অধিনায়ককে।
প্রসাদ বলেন, ‘আপনি যদি এই টেস্ট ম্যাচে দেখেন তাহলে দেখবেন মোহাম্মদ সিরাজ ও জসপ্রিত বুমরাহকে দিয়ে সে প্রথম ১১ ওভার বোলিং করিয়েছে। বিশেষ করে স্যাম কনস্টাস যখন আক্রমণাত্বক ব্যাটিংয়ে রান করছিলো। তবে এটা তাঁর অধিনায়কত্বের ক্ষেত্রে ঘটেছে। সে (রোহিত) ব্যাটিংয়ে এবং অধিনায়কত্বে কিছুটা ধুঁকছে।’