কদিন আগেই ভারতের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অশ্বিন। তিনি আগেই এই সিক্স এ-সাইড টুর্নামেন্টে খেলার জন্য সম্মতি দিয়েছিলেন। এবার জানা গেছে হংকং সিক্সেসে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে কার্তিককে। এই উইকেটরক্ষক ব্যাটার নিজেও এই টুর্নামেন্টে খেলতে মুখিয়ে আছেন।
এ প্রসঙ্গে কার্তিক বলেছেন, 'হংকং সিক্সেসে ভারত দলকে নেতৃত্ব দেয়া নিঃসন্দেহে এক বিশাল সম্মান। এই টুর্নামেন্টের রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও বিশ্বব্যাপী স্বীকৃতি। এমন সব খেলোয়াড়দের সঙ্গে নেতৃত্ব দিতে আমি উন্মুখ হয়ে আছি, যাদের ক্যারিয়ারে দারুণ রেকর্ড রয়েছে। আমরা একসাথে চেষ্টা করব দর্শকদের আনন্দ দিতে এবং ভয়হীন ও বিনোদনমূলক ক্রিকেট খেলতে।'
তিনদিনের এই টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নেবে। স্বাগতিক হংকং চায়নার সংগে রয়েছে সাউথ আফ্রিকা, আফগানিস্তান, নেপাল, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, ভারত, পাকিস্তান, কুয়েত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে এবং অনুমিতভাবেই ভারত ও পাকিস্তান একই গ্রুপে (গ্রুপ সি) পড়েছে।
প্রতিটি গ্রুপের সেরা দুটি দল কোয়ার্টার ফাইনালে উঠবে। কোয়ার্টার ফাইনালের জয়ীরা সেমিফাইনালে খেলবে এবং হারা দলগুলো খেলবে প্লেট সেমিফাইনালে। প্রতিটি গ্রুপের শেষ দল খেলবে বোল প্রতিযোগিতায়। তিন দিনে মোট ২৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ হবে ছয় ওভারের। প্রতিটি দলে থাকবেন ছয়জন ক্রিকেটার। প্রত্যেক বোলার বল করবেন এক ওভার করে, তবে উইকেটকিপার ছাড়া একজন বোলার দুই ওভার করতে পারবেন।