মেলবোর্নেই অভিষেক হচ্ছে ১৯ বছর বয়সী কনস্টাসের
ছবি: স্যাম কনস্টাস, ক্রিকেট অস্ট্রেলিয়া
যদিও তিনি ভরসার প্রতিদান দিতে পারেননি। তিন টেস্টেই হয়েছেন ব্যর্থ। ফলে সিরিজের শেষ দুই টেস্ট থেকে বাদ দেয়া হয়েছে। ম্যাকসুয়েনি প্রথম শ্রেণির ক্রিকেটে কখনও ওপেনিং করেননি। এমনটা জেনেই অস্ট্রেলিয়া তাকে দলে নিয়েছিল।
ওয়েনের সেঞ্চুরিতে বিগ ব্যাশে প্রথমবার চ্যাম্পিয়ন হোবার্ট
৮ ঘন্টা আগেটেস্টে ওপেনিং করতে নেমে রীতিমতো দুর্বিসহ অভিজ্ঞতা হয়েছে ম্যাকসুয়েনির। ৬ ইনিংসে মোটে করেছেন ৭২ রান। তাও আবার ১৪.৪০ গড় ও ৩৩.৯৬ স্ট্রাইক রেটে। আউট হওয়া পাঁচ ইনিংসের মধ্যে চারবারই তিনি উইকেট দিয়ে এসেছেন জসপ্রিত বুমরাহকে।
এবার বুমরাহকে সামলাতেই মেলবোর্ন টেস্টে কনস্টাসকে নামিয়ে দিচ্ছে অস্ট্রেলিয়া। এই বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়া দলের প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। বয়সে তরুণ হলেও তাকে খেলাতে কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্বে ভুগছে না অস্ট্রেলিয়া, সেটা বেশ ভালোভাবেই জানিয়ে দিলেন অজি কোচ।
টেস্টে আইসিসির বর্ষসেরা বুমরাহ, ওয়ানডেতে ওমরজাই
৮ ঘন্টা আগেম্যাকডোনাল্ড বলেছেন, 'সে বক্সিং ডে-তে খেলবে। সে শান্ত ও নির্ভার থাকতে পারে। আমরা এই (অস্ট্রেলিয়ান) গ্রীষ্মকালে শুরু থেকেই বলেছি যে, আমরা বয়সের কোনো ব্যাপার দেখব না।। সে যে ধরনের শট খেলতে পারে এবং প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে পারে, তা সে প্রমাণ করেছে এবং এজন্য তার সুযোগ পেয়েছে।'
২০১১ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয়েছিল প্যাট কামিন্সের। এবার তার রেকর্ড ভাঙলে চলেছেন কন্সটাস। মেলবোর্নের ৯০ হাজার দর্শক আর ৪০ ডিগ্রির গরমে সিরিজ এগিয়ে যেতে আগামী ২৬ ডিসেম্বর মাঠে নামছে ভারত ও অস্ট্রেলিয়া।