promotional_ad

মেলবোর্নেই অভিষেক হচ্ছে ১৯ বছর বয়সী কনস্টাসের

স্যাম কনস্টাস, ক্রিকেট অস্ট্রেলিয়া
বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ দুই টেস্টের দলে জায়গা পেয়েছেন ১৯ বছর বয়সী ওপেনার স্যাম কনস্টাস। সিরিজ শুরুর আগেই এই ক্রিকেটার বেশ আলোচনায় ছিলেন। তবে অজি নির্বাচকরা ভরসা রেখেছিলেন ন্যাথান ম্যাকসুয়েনির ওপর।

promotional_ad

যদিও তিনি ভরসার প্রতিদান দিতে পারেননি। তিন টেস্টেই হয়েছেন ব্যর্থ। ফলে সিরিজের শেষ দুই টেস্ট থেকে বাদ দেয়া হয়েছে। ম্যাকসুয়েনি প্রথম শ্রেণির ক্রিকেটে কখনও ওপেনিং করেননি। এমনটা জেনেই অস্ট্রেলিয়া তাকে দলে নিয়েছিল।


আরো পড়ুন

ওয়েনের সেঞ্চুরিতে বিগ ব্যাশে প্রথমবার চ্যাম্পিয়ন হোবার্ট

৮ ঘন্টা আগে
সেঞ্চুরি করে হোবার্ট হারিকেন্সের জয়ের নায়ক মিচেল ওয়েন

টেস্টে ওপেনিং করতে নেমে রীতিমতো দুর্বিসহ অভিজ্ঞতা হয়েছে ম্যাকসুয়েনির। ৬ ইনিংসে মোটে করেছেন ৭২ রান। তাও আবার ১৪.৪০ গড় ও ৩৩.৯৬ স্ট্রাইক রেটে। আউট হওয়া পাঁচ ইনিংসের মধ্যে চারবারই তিনি উইকেট দিয়ে এসেছেন জসপ্রিত বুমরাহকে।



promotional_ad

এবার বুমরাহকে সামলাতেই মেলবোর্ন টেস্টে কনস্টাসকে নামিয়ে দিচ্ছে অস্ট্রেলিয়া। এই বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়া দলের প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। বয়সে তরুণ হলেও তাকে খেলাতে কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্বে ভুগছে না অস্ট্রেলিয়া, সেটা বেশ ভালোভাবেই জানিয়ে দিলেন অজি কোচ।


আরো পড়ুন

টেস্টে আইসিসির বর্ষসেরা বুমরাহ, ওয়ানডেতে ওমরজাই

৮ ঘন্টা আগে
জসপ্রিত বুমরাহ (বামে), আজমতউল্লাহ ওমরজাই (ডানে)

ম্যাকডোনাল্ড বলেছেন, 'সে বক্সিং ডে-তে খেলবে। সে শান্ত ও নির্ভার থাকতে পারে। আমরা এই (অস্ট্রেলিয়ান) গ্রীষ্মকালে শুরু থেকেই বলেছি যে, আমরা বয়সের কোনো ব্যাপার দেখব না।। সে যে ধরনের শট খেলতে পারে এবং প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে পারে, তা সে প্রমাণ করেছে এবং এজন্য তার সুযোগ পেয়েছে।'



২০১১ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয়েছিল প্যাট কামিন্সের। এবার তার রেকর্ড ভাঙলে চলেছেন কন্সটাস। মেলবোর্নের ৯০ হাজার দর্শক আর ৪০ ডিগ্রির গরমে সিরিজ এগিয়ে যেতে আগামী ২৬ ডিসেম্বর মাঠে নামছে ভারত ও অস্ট্রেলিয়া।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball