অ্যাডিলেডে ফিরছেন অধিনায়ক কামিন্স, অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা

অ্যাশেজ
অ্যাডিলেডে ফিরছেন অধিনায়ক কামিন্স, অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা
প্যাট কামিন্স, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স অ্যাশেজের তৃতীয় টেস্টে দলে ফিরতে যাচ্ছেন। বুধবার ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে তার নাম রয়েছে। অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট শুরু হবে ১৭ ডিসেম্বর।

ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে আট উইকেটে জিতে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। সেই স্কোয়াড অপরিবর্তিত রাখা হলেও কামিন্সকে যুক্ত করা হয়েছে। জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর পিঠের চোটের কারণে মাঠের বাইরে ছিলেন তিনি।

অস্ট্রেলিয়া কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানান, কামিন্স সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় মাঠে নামতে পারবেন বলে তাদের বিশ্বাস। চোট কাটিয়ে দীর্ঘদিন পর তার ফিরে আসা দলকে শক্তি দেবে।

চাপের মুখে থাকা ওপেনার উসমান খাওয়াজা পিঠের চোটের কারণে দ্বিতীয় টেস্টে মাঠে নামতে পারেননি। তবে অ্যাডিলেড টেস্টের জন্য তিনি স্কোয়াডে স্থান ধরে রেখেছেন। একই সঙ্গে স্পিনার নাথান লায়নও ফেরার সম্ভাবনায় আছেন।

গ্যাবায় দিবা-রাত্রির টেস্টে দল পুরো পেস আক্রমণ খেলিয়েছিল বলে লায়ন একাদশে ছিলেন না। অ্যাডিলেডের পর সিরিজ গড়াবে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে। পঞ্চম ও শেষ টেস্ট হবে সিডনিতে ৪ জানুয়ারি থেকে।

অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিশ, উসমান খাওয়াজা, মার্নাস ল্যাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড এবং বেউ ওয়েবস্টার।

আরো পড়ুন: প্যাট কামিন্স