ওয়েস্ট ইন্ডিজ সফরের পর কামিন্সের পিঠে স্ট্রেস রিঅ্যাকশন ধরা পড়ে। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে ফিরে অ্যাডিলেডে একমাত্র টেস্ট খেলেই তিনি ছয় উইকেট নেন। সেই জয়ের মাধ্যমেই অস্ট্রেলিয়া অ্যাশেজ নিশ্চিত করে। সিরিজের লক্ষ্য পূরণ হওয়ায় এবার তাকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, 'তিনি ভালোভাবেই উঠে এসেছেন। তবে সিরিজের বাকি অংশে তাকে খেলানো হবে না, এটা অনেক আগেই আলোচনা করা হয়েছিল। সেই সময় আমরা কিছুটা ঝুঁকি নিয়েছিলাম, কিন্তু এখন সিরিজ জেতা হয়ে গেছে। দীর্ঘমেয়াদে তাকে ঝুঁকিতে ফেলতে চাই না এবং প্যাটও এই সিদ্ধান্তে স্বাচ্ছন্দ্য বোধ করছে।'
এক ম্যাচেই অ্যাশেজ শেষ হলেও কামিন্সের প্রত্যাবর্তন প্রক্রিয়াকে বড় অর্জন হিসেবেই দেখছেন ম্যাকডোনাল্ড, 'যদি পুনর্বাসনের কোনো পর্যায়ে সমস্যা হতো, আমরা সঙ্গে সঙ্গে তা বন্ধ করে দিতাম। সবকিছু মসৃণভাবে এগিয়েছে এবং মেডিক্যাল টিম ও প্যাট, সবারই কৃতিত্ব প্রাপ্য। যে যাত্রা পেরিয়ে ছয় উইকেট নিয়ে সিরিজ নিশ্চিত করা গেছে, তা সবার জন্যই দারুণ সন্তোষজনক।'
এদিকে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে কামিন্সের খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। যদিও এখনো আশা হারাতে নারাজ ম্যাকডোনাল্ড। তবে ক্রিকইনফো বলছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে না কামিন্সকে।
ম্যাকডোনাল্ড বলেন, 'এটা এখনও মূল্যায়নের বিষয়। সামনে স্ক্যান হবে, তারপর বোঝা যাবে পিঠের অবস্থা কোথায় দাঁড়িয়ে। বিশ্বকাপে সে থাকবে কিনা, এখনই নিশ্চিত করে বলা কঠিন। বিষয়টা বেশ ধূসর, তবে আমরা আশাবাদী।'