পার্থে অভিষেক হচ্ছে অস্ট্রেলিয়ার ২ ক্রিকেটারের
পার্থে অ্যাশেজের প্রথম টেস্টের একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে দুইজন নতুন মুখ। এই ম্যাচে অভিষেক হতে যাচ্ছে পেসার ব্রেন্ডন ডগেট এবং ব্যাটার জেক ওয়েদারাল্ডের। একাদশ থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার বেউ ওয়েবস্টার। ২১ নভেম্বর শুরু হবে ম্যাচটি।