হ্যাজেলউডের দারুণ বোলিংয়ের দিনে অস্ট্রেলিয়ার সহজ জয়
জশ হ্যাজেলউড, নাথান এলিসদের অসাধারণ বোলিংয়ের পর মিচেল মার্শ-ট্রাভিস হেডদের ঝড়ো ইনিংসে ভারতকে চার উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
জশ হ্যাজেলউড, নাথান এলিসদের অসাধারণ বোলিংয়ের পর মিচেল মার্শ-ট্রাভিস হেডদের ঝড়ো ইনিংসে ভারতকে চার উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
চলতি বছরের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ট্রাভিস হেডের বলে কামিন্দু মেন্ডিসের ক্যাচ নিয়ে রিকি পন্টিংকে ছুঁয়েছিলেন স্টিভ স্মিথ। পরবর্তীতে প্রবাথ জয়াসুরিয়ার ক্যাচ নিয়ে নন-কিপারদের মধ্যে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ক্যাচের মালিক হয়েছেন তিনি, ছাড়িয়ে যান পন্টিংকেও। সেই স্মিথের সামনে সুযোগ আছে সেঞ্চুরিতেও তাকে ছাড়িয়ে যাওয়ার। ডেভিড ওয়ার্নার মনে করেন, আগামী অ্যাশেজে পাঁচ সেঞ্চুরি করে পন্টিংকে স্পর্শ করবেন স্মিথ।
অনুশীলনের সময় বলের আঘাতে গুরুতর আহত হওয়ায় মঙ্গলবার (২৮ অক্টোবর) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বেন অস্টিনকে। লাইফ সাপোর্টে রাখা হলেও মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে ফিরতে পারলেন না তিনি। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে মাত্র ১৭ বছর বয়সেই প্রাণ হারালেন ফার্নট্রি গালি ক্রিকেট ক্লাবের তরুণ এই অলরাউন্ডার। অস্টিনের মৃত্যুতে অস্ট্রেলিয়ার ক্রিকেটে শোকের ছায়া নেমে গেছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ৩ ম্যাচে খেলা হচ্ছে না নিতিশ কুমার রেড্ডির। ঘাড়ের চোটের কারণে তার মাঠে ফেরাটা দীর্ঘায়িত হতে যাচ্ছে। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে ঘাড়ের সমস্যা রেড্ডির পুনর্বাসনে প্রভাব ফেলেছে। সঠিকভাবে নড়াচড়াও করতে পারছেন না তিনি।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে অস্ট্রেলিয়া আক্রমণাত্মক খেলার ধরণ রপ্ত করার চেষ্টায় আছে। ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও নিজেদের নতুন ব্যাটিং দর্শন পরখ করে নিতে চায় দলটি।
ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড সম্প্রতি মন্তব্য করেছিলেন, এবারের অ্যাশেজে তারা গত ১৫ বছরের সবচেয়ে দুর্বল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। এর কড়া জবাব দিয়েছেন অ্যালেক্স ক্যারি। অস্ট্রেলিয়ার টেস্ট দলে এখনই দেশের ইতিহাসের সেরা কয়েকজন খেলোয়াড় আছেন বলে দাবি করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
আগামী নভেম্বরে পার্থে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে দেখা যাবে না অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্সকে। সোমবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।
ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে খেলবেন অস্ট্রেলিয়ার লেগস্পিনার তানভীর সাঙ্ঘা। তারকা স্পিনার অ্যাডাম জাম্পা ব্যক্তিগত কারণে না থাকায় খেলতে দেখা যাবে তাকে। সিরিজটি শুরু হবে ২৯ অক্টোবর থেকে। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে, জাম্পা ও তার স্ত্রী হ্যারিয়েট দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে পাঁজরে চোট পাওয়ায় অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন ভারতের অভিজ্ঞ ব্যাটার শ্রেয়াস আইয়ার। ম্যাচে দুর্দান্ত এক ক্যাচ নিতে গিয়ে পড়ে গিয়ে নিজেই আহত হন তিনি।
নারী বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা এখনও শেষ হয়নি। তবে সেমি ফাইনালে কারা কাদের বিপক্ষে মাঠে নামবে তা আগেভাগেই নিশ্চিত হয়ে গেছে। বুধবার বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সাউথ আফ্রিকা। আর বৃহস্পতিবার ভারতের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া।
প্রথম ওয়ানডেতে ৮ রানে আউট হওয়া রোহিত শর্মা অ্যাডিলেডে খেলেছিলেন ৭৩ রানের ইনিংস। মিচেল স্টার্কের বলে পুল করে আউট না হলে সেঞ্চুরি পেতে পারতেন সেদিনই। দ্বিতীয় ওয়ানডেতে না পারলেও সিডনিতে সেই ভুল আর করলেন না রোহিত। ভারতের সাবেক অধিনায়ক তৃতীয় ম্যাচে খেললেন অপরাজিত ১২১ রানের ইনিংস। রোহিত সেঞ্চুরির দিনে হাফ সেঞ্চুরি পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের টানা দুই ম্যাচেই শূন্য রানে আউট হওয়া বিরাট কোহলি। তাদের দুজনের ১৬৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৯ উইকেটের জয় পেয়েছে ভারত। এমন জয়ে অস্ট্রেলিয়ায় বিপক্ষে হোয়াইটওয়াশ এড়িয়েছে সফরকারীরা।
ভারতে চলছে নারী বিশ্বকাপের আসর। ৫০ ওভারের চলতি বিশ্বকাপে সবার আগে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। তবে এবার ভিন্ন একটি কারণে সংবাদের শিরোনাম হয়েছে অস্ট্রেলিয়া দল। তারা ইন্দোরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শনিবার মাঠে নামবে সাউথ আফ্রিকার বিপক্ষে।