আগেরদিন চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে হেরেছে রাজশাহী ওয়ারিয়র্স। তাদের ফাইনালে যাওয়ার আসা এখনও বেঁচে আছে। দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা মাঠে নামবে সিলেট টাইটান্সের বিপক্ষে। এই ম্যাচের আগেই বাংলাদেশে চলে এসেছেন উইলিয়ামসন।
কেন উইলিয়ামসনের ছবি পাঠিয়ে তার ঢাকায় আসার খবর নিশ্চিত করেছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে চট্টগ্রামের বিপক্ষে হারের পর রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্তও উইলিয়ামসনের আসার ব্যাপারে আশাবাদী ছিলেন। তার সঙ্গে মাঠে নামতে মুখিয়ে আছেন আরেক কিউই ক্রিকেটার জিমি নিশাম।
তিনি একদিন আগেই উইলিয়ামসনকে নিয়ে বলেছেন, ‘আমাদের নিয়মিত কথা হয়। আমরা বছরের পর বছর অনেক সময় একসাথে কাটিয়েছি। গত কয়েক দিনেও টুর্নামেন্টের শেষ দিকে তার আসার ব্যাপারে কথা হয়েছে। বর্তমানে সে সাউথ আফ্রিকায় এসএ টোয়েন্টি টুর্নামেন্টে ব্যস্ত আছে। সে এখানে আসতে পারবে কি না তা সেখানকার কিছু ফলাফলের ওপর নির্ভর করছে। তবে আশা করছি সে বাংলাদেশে আসতে পারবে। আমার মনে হয় অনেকদিন সে এখানে আসেনি।’
ডারবানের হয়ে এসএ টোয়েন্টির আসরটি ভালো যায়নি উইলিয়ামসনের। ৬ ম্যাচে ব্যাট করে ১১০ রান করেছেন মাত্র। সর্বোচ্চ ইনিংসটি ছিল ৪০ রানের এমআই কেপ টাউনের বিপক্ষে। আর কোনো ম্যাচেই ত্রিশের গন্ডি পেরুতে পারেননি উইলিয়ামসন। তাকে নিয়েই ফাইনালে যাওয়ার ছক কষছে রাজশাহী।