সিলেটকে হারিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী
ম্যাচ জিততে শেষ ১২ বলে ২৫ রান প্রয়োজন ছিল সিলেট টাইটান্সের। মঈন আলী ব্যাটিংয়ে থাকায় সুযোগ তাদের। রিপন মন্ডলের প্রথম বলে ছক্কা মেরে সিলেটের সমর্থকদের স্বপ্ন দেখাতে থাকেন মঈন। পরের বলে ইংল্যান্ডের অলরাউন্ডার ছক্কা মারেন ডিপ মিড উইকেটের উপর দিয়ে। বাকি ১০ বলে ১৩ রান করতে পারলেই জিতে যেতো সিলেট। এমন সময় রিপনের অফ স্টাম্পের বাইরের বলে এক্সট্রা কভারের উপর দিয়ে ছক্কা মারার চেষ্টায় আউট হয়েছেন ১২ বলে ২৭ রান করা মঈন। বাঁহাতি ব্যাটারের বিদায়েই স্বপ্ন ভঙ্গ হয় ফ্র্যাঞ্চাইজিটির। সিলেটকে ৫ রানে হারিয়ে কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৪। নাজমুল শান্তর দলের পাশাপাশি সেরা দুইয়ে থাকার সবচেয়ে বেশি সুযোগ আছে চট্টগ্রাম রয়্যালসের।