বাংলাদেশ ইস্যুতে আইসিসিকে চিঠি দিল পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশ ও পাকিস্তান
বাংলাদেশ ও পাকিস্তান
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা বুধবার (২১ জানুয়ারি)। এর ঠিক আগেরদিন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসিকে একটি চিঠি পাঠিয়েছে। ওই চিঠিতে পিসিবি জানিয়েছে, তারা বাংলাদেশের অবস্থানকে সমর্থন করছে।

পিসিবির সেই চিঠির অনুলিপি আইসিসির বোর্ড সদস্যদের কাছেও পাঠানো হয়েছে। নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বিসিবির অনুরোধ নিয়ে আলোচনা করতে আইসিসি বুধবার একটি বোর্ড সভা ডেকেছে। তবে পিসিবির চিঠির সঙ্গে এর কোনো ভূমিকা আছে কিনা এই বিষয়ে নিশ্চয়তা দিতে পারেনি ইএসপিএন ক্রিকইনফো।

ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসির সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে বিসিবির। তবে বাংলাদেশ ও আইসিসি নিজেদের অবস্থানে অনড়। একদিকে বাংলাদেশ জানিয়েছে তারা ভারতে খেলবে না। আর আইসিসি বাংলাদেশকে চাপ দিচ্ছে ভারতের মাটিতেই বিশ্বকাপে অংশ নিতে।

আইসিসির দাবি, সূচি অনুযায়ীই ম্যাচগুলো অনুষ্ঠিত হতে হবে; আর বিসিবির অবস্থান, তারা দলকে ভারতে পাঠাতে পারবে না। টুর্নামেন্ট শুরুর তিন সপ্তাহেরও কম সময় আগে, ২১ জানুয়ারি—বুধবার—এই বিষয়ে সিদ্ধান্তের শেষ সময়সীমা ধরা হয়েছে। এ খবরও আগে জানিয়েছিল ইএসপিএন ক্রিকইনফো।

এই ঘটনার সূত্রপাত হয় বিসিসিআইয়ের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে। তাদের আহ্বানে সাড়া দিয়ে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে সরিয়ে দেয়। এর কারণ কখনোই স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়নি, যদিও বাংলাদেশ-ভারত রাজনৈতিক সম্পর্কের অবনতি একটি কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এরপরই বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে জানায়, বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না তারা। ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে একাধিকবার জানিয়েছে বিসিবি। গত সপ্তাহে আইসিসির একজন প্রতিনিধি বিসিবির সঙ্গে ঢাকায় এসে বৈঠক করেছেন। তাতেও এই ইস্যুর সমাধান আসেনি।

আরো পড়ুন: