সুযোগ পেলে এবারের বিপিএলে খেলতে চান শেফার্ড
সুযোগ পেলে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে চান রোমারিও শেফার্ড। যদিও আগামী ডিসেম্বর-জানুয়ারিতে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন কিনা সেটা এখনো নিশ্চিত নন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার।
সুযোগ পেলে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে চান রোমারিও শেফার্ড। যদিও আগামী ডিসেম্বর-জানুয়ারিতে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন কিনা সেটা এখনো নিশ্চিত নন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার।
ডিসেম্বর জানুয়ারিতে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। তবে এবারের আসরে মোট কয়টি দল অংশ নেবে তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। বিপিএলে দল নিতে এরই মধ্যে ১১টি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে ৯টি প্রতিষ্ঠানের সঙ্গে বৃহস্পতিবার আলোচনায় বসেছিল বিপিএলের গভর্নিং কাউন্সিল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পেতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৃহস্পতিবার আলোচনায় বসেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিদের কাছে বিভিন্ন বিষয়ে স্পষ্টভাবে জানতে চেয়েছেন। বিশেষ করে তাদের লক্ষ্য ও উদ্দেশ্যের কথা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ের অভিযোগ তদন্ত শেষ হয়েছে। এরই মধ্যে তিন সদস্যের কমিটি ৯০০ পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে। তবে তদন্ত রিপোর্টে কী আছে তা প্রকাশ করবে না বিসিবি। তারা আইন অনুযায়ী বিভিন্ন ব্যবস্থা হাতে নেবে বলে জানা গেছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর অনুষ্ঠিত হবে ডিসেম্বর-জানুয়ারিতে। এর আগে এখন চলছে ফ্র্যাঞ্চাইজি বাছাই প্রক্রিয়া। বিপিএলে দল পেতে আগ্রহ দেখিয়েছে ১১টি প্রতিষ্ঠান। বিপিএল নির্বিঘ্ন আয়োজনের জন্য পুরো টুর্নামেন্টের দায়িত্ব দেয়া হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজিকে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিনিয়োগ করলেও লাভবান হয়ে উঠতে পারে না ফ্র্যাঞ্চাইজিরা। লোকসান কমাতে কয়েক মৌসুম পরই বিপিএল থেকে সরে যায় প্রতিষ্ঠানগুলো। কয়েক মৌসুম পর পরই তাই নতুন মালিকানা খুঁজতে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। নতুন মালিকানা এসেই বদলে ফেলেন ফ্র্যাঞ্চাইজির পুরনো নাম। তবে এসবের সুযোগ থাকছে না আর। আগামী বিপিএল থেকে কোনো দলের নাম পরিবর্তন করতে পারবে না ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ। সেই সাথে সবগুলো দলের নাম ঠিক করে দেবে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন শাখাওয়াত হোসেন।
প্রাথমিক তদন্ত প্রতিবেদন পাওয়ার মাস দুয়েক পর বিপিএলের স্পট ফিক্সিং তদন্তের চূড়ান্ত প্রতিবেদনও হাতে পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। ৯০০ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলেও অভিযুক্ত কারও নাম সামনে আনেনি বাংলাদেশ ক্রিকেটট বোর্ড (বিসিবি)। এমনকি কেউ নির্দিষ্ট কোনো অভিযোগেও প্রমাণিত হলেও মানবিক দিক বিবেচনায় তাদের নাম প্রকাশ্যে আনবে না তারা। বরং ভেতরে ভেতরে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে খেলা থেকে বিরত রাখা হবে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচনা লগ্ন থেকেই বিভিন্ন সময় কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাতের বিষয়টি উঠে এসেছে। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে থাকলেও অনেকেই অনেক সময় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত থেকেছেন ঘনিষ্ঠভাবে। বিশেষ করে নাজমুল হাসান পাপন বিসিবি সভাপতি থাকাকালীন এসব বিষয়কে তোয়াক্কাই করা হয়নি।
আগষ্টের শেষের দিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) স্পট ফিক্সিংয়ের প্রাথমিক তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। নতুন স্বাধীন তদন্ত কমিটির পর্যবেক্ষণ শেষে সেপ্টেস্বরের শেষে বিসিবি সভাপতি চূড়ান্ত তদন্ত প্রতিবেদন পাওয়ার কথা ছিল। তবে প্রায় মাসখানেক দেরিতে সেটা হাতে পেয়েছে দেশের ক্রিকেট বোর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিতে আগ্রহ প্রকাশ করার শেষ সময় ছিল ২৮ অক্টোবর বিকেল পাঁচটা পর্যন্ত। তবে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের আবেদন পত্র জমা নিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিলর। শেষ পর্যন্ত পাঁচ বছরের জন্য বিপিএলে দল নিতে আগ্রহ প্রকাশ করেছে ১১টি প্রতিষ্ঠান। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।
চলতি বছরের ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। বেশ কয়েকটি প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজি চেয়ে এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেছে। তবে এই মৌসুমে থাকছে না বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিতর্ক এড়াতে আনুষ্ঠানিক চুক্তি না হলেও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান হিসেবে আইএমজির সঙ্গে কথা পাকা করে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন বছরের চুক্তি করার কথা থাকলেও সেটা বাড়িয়ে ৪ বছর করা হচ্ছে। বিসিবির বিশ্বস্ত একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, ২-১ দিনের মধ্যেই তাদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সারবে তারা।