ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে জিতলেই ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেতো বাংলাদেশের মেয়েরা। এমন সমীকরণের ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছে নিগার সুলতানা জ্যোতিদের। সিরিজ জয়ের সুযোগ হাতছাড়ার পাশাপাশি সরাসরি বিশ্বকাপেও খেলা হচ্ছে না বাংলাদেশের। সেই হতাশার রেশ কাটতে না কাটতেই টি-টোয়েন্টি খেলতে নামতে হচ্ছে। জ্যোতির আশা অবশ্য, টি-টোয়েন্টিতে ভালো করে ওয়ানডের হতাশা কাটানো।
সবশেষ ডিসেম্বরে বাজে ব্যাটিংয়ে ভারতের কাছে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনাল হেরেছিল বাংলাদেশের মেয়েরা। এবারের মঞ্চটা অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে। সেরা চারে জায়গায় করে নেয়াটা এমনিতেই কঠিন ছিল বাংলাদেশের মেয়েদের জন্য। লড়াইয়ে টিকে থাকতে ভারতকে হারাতেই হতো সুমাইয়া আক্তারদের।
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ ২০২৪ সমান স্বপ্ন, ফেসবুকে দেয়া পোস্টের ওই লাইনের সঙ্গে একটা প্রশ্নবোধক চিহ্নও এঁটে দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের অধিনায়কের এমন পোস্ট থেকে অনুমান করতে বাকি থাকার কথা নয় ঘরের মাঠে হতে যাওয়া বিশ্বকাপ নিয়ে নিজের মনে মাঝে কতটা স্বপ্ন বুনেছিলেন। নিগার অবশ্য শুধু স্বপ্নতেই আটকে থাকেননি। সেই লাইনের পরে আরও একটা লাইন যুক্ত করেছেন।