জিতেও ওয়েস্ট ইন্ডিজের বিদায়, বিশ্বকাপে বাংলাদেশ

ছবি: আইসিসি

সতীর্থদের গোমরা মুখ দেখে অবশ্য পরোক্ষণেই নিশ্চিত হয়ে গেলেন জিতলেও বিশ্বকাপে যাওয়া হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের। টেলর ও অ্যালিনেও যেন হতাশায় ডুবলেন। থাইল্যান্ডকে হারানোর পরও ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট +০.৬২৬। বিপরীতে দুইয়ে থাকা বাংলাদেশের নেট রান রেট +০.৬৩৯। অবিশ্বাস্য এক জয় পেয়েও নেট রান রেটের গ্যাঁড়াকলে পড়ে স্বপ্নভঙ্গ হয়েছে ক্যারিবীয়দের।
নারী বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে যা করতে হবে
১৮ এপ্রিল ২৫
খুব কাছে গিয়েও ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া হচ্ছে না হেইলি ম্যাথিউসদের। ওয়েস্ট ইন্ডিজের সমান ৬ পয়েন্ট হলেও নেট রান রেটে এগিয়ে থাকায় নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেয়েছে বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানের পর সবশেষ দলে হিসেবে চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা।

হ্যাটট্রিক জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের কাছে হেরে যায় বাংলাদেশ। বিশ্বকাপের টিকিট পেতে তাই ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ডের ম্যাচের দিকে তাকিয়ে ছিলেন বাংলাদেশের সমর্থকরা। সমীকরণ মিলিয়ে বিশ্বকাপে যেতে থাইল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে বোলিং নিতে ভুল করেনি ক্যারিবীয়রা। অ্যালিনে ও আফি ফ্লেচারের দারুণ বোলিংয়ে বিপরীতে হাফ সেঞ্চুরি করেন নাত্তাকান চানথাম। থাইল্যান্ড ব্যাটারের ৬৬ রানের ইনিংসের পরও ১৬৬ রানে অল আউট হয় তারা।
পাকিস্তানের বিপক্ষে হেরে ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচে চোখ বাংলাদেশের
২২ ঘন্টা আগে
থাইল্যান্ডকে দুইশর আগে আটকে দিলেও ওয়েস্ট ইন্ডিজের জন্য সমীকরণটা একেবারেই সহজ ছিল না। ১৬৬ রান পেরিয়ে বিশ্বকাপে যেতে চাইলে ম্যাচ জিততে হতো ১০.১ ওভারের মধ্যে। স্কোর সমান হলে সুযোগ ছিল ১১ ওভার পর্যন্ত। সেক্ষেত্রে ওভারের শেষ বলে ছক্কা মেরে জিততে হতো তাদের। এমন অসাধ্য সাধনে ইনিংসের প্রথম বল থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন ম্যাথিউস। তাকে সঙ্গ দিয়েছেন কিয়ানা জোসেফও।
চার-ছক্কার বৃষ্টিতে মাত্র ২১ বলে হাফ সেঞ্চুরি করে ক্যারিবীয়দের এগিয়ে নিতে থাকেন ম্যাথিউস। তবে ২৬ রান করা জোসেফকে ফিরিয়ে ৮১ রানের উদ্বোধনী জুটি ভাঙে থাইল্যান্ড। একটু পর ১১ চার ও ২ ছক্কায় ২৯ বলে ৭০ রানের ইনিংস খেলা ম্যাথিউসকেও বিদায় করেছে তারা। ম্যাথিউস আউট হলেও ওয়েস্ট ইন্ডিজের জয়ের আশা বাঁচিয়ে রাখেন শিনেলে হেনরি। একপ্রান্তে দাঁড়িয়েই একাই তাণ্ডব চালাতে থাকেন তিনি।
ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ১৭ বলে খেলেছেন ৪৮ রানের ইনিংস। হেনরির এমন ব্যাটিংয়ের পরও শেষ দুই বলে ৫ রান প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের। যদিও নিয়ম অনুযায়ী ১০.৬ ওভারে ছক্কা মারতে হবে তাদের। তবে এক বল আগেই ছক্কা মারেন টেলর। ফলে ম্যাচ জিতলেও নেট রান রেটে বাংলাদেশকে পেছনে ফেলতে পারেনি ক্যারিবীয়রা। এমন অবস্থায় জিতেও বিশ্বকাপে খেলার স্বপ্ন ভঙ্গ হয়েছে তাদের। সেই সুযোগ বিশ্বকাপের টিকিট পেয়েছে বাংলাদেশের মেয়েরা।