promotional_ad

নারী বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে যা করতে হবে

আইসিসি
টানা তিন জয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে উড়ছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। তবে যাদের বিপক্ষে সিরিজ হেরে সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়া হয়নি সেই ওয়েস্ট ইন্ডিজের কাছে এসেই হোঁচট খেলেন বাংলাদেশের মেয়েরা। ব্যাটে-বলের এক ব্যর্থতার দিনে ক্যারিবীয়দের বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ। ফলে ভারত বিশ্বকাপের টিকিট পেতে অপেক্ষা বেড়েছে জ্যোতিদের।

promotional_ad

পাকিস্তানে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে থাকা দল দুটি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। এখন পর্যন্ত চার ম্যাচের সবকটিতে জিতে নেয়ায় ভারত বিশ্বকাপ খেলার টিকিট পেয়ে গেছে স্বাগতিক পাকিস্তান। অর্থাৎ বাকিদের মাঝে মাত্র একটি দল বিশ্বকাপ নিশ্চিতের সুযোগ পাবে।


আরো পড়ুন

স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের জয়ের হ্যাটট্রিক

১৫ এপ্রিল ২৫
আইসিসি

এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে না পারায় বিশ্বকাপে যাওয়ার দৌড় থেকে আগেই ছিটকে গেছে থাইল্যান্ডের মেয়েরা। ৪ ম্যাচের মাত্র একটিতে জেতায় সুযোগ নেই আয়ারল্যান্ডেরও। ফলে বিশ্বকাপের একটি স্পটের জন্য লড়াইটা হবে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের মেয়েদের মধ্যে।


promotional_ad

নিজেদের সবশেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারলেও ভালো সুযোগ আছে জ্যোতি-শারমিন আক্তার সুপ্তাদের। ৪ ম্যাচের তিনটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে বাংলাদেশ। যেখানে তাদের রান রেট (+১.০৩৩)। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান। তাদের বিপক্ষে জিততে পারলেই বিশ্বকাপে যেতে পারবে বাংলাদেশ। হারলেও সুযোগ থাকবে রান রেটের হিসেবে।


আরো পড়ুন

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ১৭৮

১ ঘন্টা আগে
৪৮ রান করেন রিতু মনি,ফাইল ফটো

৪ ম্যাচের দুটিতে জয় পাওয়া স্কটল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তিন নম্বরে। তাদের রান রেটে (+০.১৩৬) শেষ ম্যাচে তারা খেলবে আয়ারল্যান্ডের মেয়েদের সাথে। বিশ্বকাপে যেতে চাইলে আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারানোর পাশাপাশি বাংলাদেশের বড় হার প্রার্থনা করতে হবে তাদের। এদিকে ওয়েস্ট ইন্ডিজের সমীকরণটা আরও একটু বেশি কঠিন।


আয়ারল্যান্ডের পর বাংলাদেশের মেয়েদের হারিয়ে ৪ ম্যাচে ৪ পয়েন্ট পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। লড়াইয়ে থাকা তিন দলের মাঝে তাদের রান রেটই কেবল নেগেটিভ (-০.২৮৩)। ফলে শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে হবে ক্যারিবীয়দের। সেই সঙ্গে স্কটল্যান্ড ও বাংলাদেশ যেন বড় ব্যবধানে হেরে যায় সেই প্রার্থনাও করতে হবে। এমন বিবেচনায় তাদের জন্য বিশ্বকাপে যাওয়া সহজ হবে না।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball