রিতুর ব্যাটে বাংলাদেশের রেকর্ড গড়া জয়

ছবি: আইসিসি

ততক্ষণে টাইগ্রেসদের চেপে ধরার সংকল্প করা শুরু করে দিয়েছিল আইরিশরা। সেখান থেকেই ফাহিমা খাতুনকে নিয়ে ৪৫ ও জান্নাতুল ফেরদৌস সুমনাকে নিয়ে ৪০ রানের জুটি গড়ে বাংলাদেশকে একটু একটু করে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান রিতু।
পাকিস্তানকে গুঁড়িয়ে বাছাইপর্বের প্রস্তুতি সারলেন জ্যোতিরা
৮ এপ্রিল ২৫
নবম উইকেটে নাহিদা আক্তারকে নিয়ে তিনি যোগ করেন অবিচ্ছিন্ন ৫৪ রান। আর তাতেই ৮ বল হাতে রেখে ২ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। রিতুর হাফ সেঞ্চুরির সঙ্গে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও পেয়েছেন হাফ সেঞ্চুরি। তিনি ৬৮ বলে ৫১ রান করে আউট হয়েছেন। এর বাইরে ফাহিমা ২৮ ও জান্নাতুল করেন ১৯ রান। ১৮ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন নাহিদা।

রিতুকে ছাড়াই গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সিরিজ হেরে সরাসরি বিশ্বকাপে জায়গা পাওয়া সুযোগ হারিয়েছিল বাংলাদেশ। এবার তার ব্যাটেই বিশ্বকাপ খেলার পথে অনেকটা এগিয়ে গেল বাংলাদেশ। ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়। এই মাঠেই পাকিস্তানের বিপক্ষে ২০১৯ সালে ২১১ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল তারা। এবার নিজেদের সেই রেকর্ডকেই পেছনে ফেলেছেন বাঘিনীরা।
আগামী মাসে বাংলাদেশে আসছে সাউথ আফ্রিকার মেয়েরা
২০ ঘন্টা আগে
এর আগে এই ম্যাচে এটস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি আয়ারল্যান্ড। ইনিংসের চতুর্থ ওভারে নাহিদা আক্তারের বলে রান আউট হয়েছেন সারাহ ফোর্বস। অধিনায়ক গ্যাবি লুইস ভালো শুরু পেলেও বড় ইনিংস খেলতে পারেননি। জান্নাতুল ফেরদৌস সুমনার বলে তাঁরই হাতে ক্যাচ দিয়েছেন তিনি। আইরিশ অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৪৩ বলে ২৪ রান। তিনে নামা অ্যামি হান্টার শুরু থেকেই ছিলেন আক্রমণাত্বক।
বাংলাদেশের স্পিনারদের বিপক্ষে দ্রুতই রান তুলছিলেন তিনি। হাফ সেঞ্চুরির আগে অ্যামিকে ফিরিয়ে অবশ্য জুটি ভাঙে বাংলাদেশ। ওরলা প্রেন্ডারগেস্টের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়েছেন আয়ারল্যান্ডের উইকেটকিপার ব্যাটার। চারটি চারে ৩৮ বলে ৩৩ রান করেছেন তিনি। পরবর্তীতে দারুণ এক জুটি গড়ে তোলেন প্রেন্ডারগেস্ট ও লরা ডেলানি। তারা দুজনে মিলে আয়ারল্যান্ডকে টানতে থাকেন। হাফ সেঞ্চুরির খুব কাছে থাকা প্রেন্ডারগেস্টকে ৪১ রানে ফিরিয়েছেন রাবেয়া।
যদিও আরেক ব্যাটার ডেলানি দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি পেয়েছেন। পঞ্চাশ ছোঁয়ার পর ফাহিমা খাতুনের বলে স্টাম্পিং হয়েছেন ৬৩ রানের ইনিংস খেলা এই ব্যাটার। শেষের দিকে লিয়া পল ১৯, অ্যানিলি কেলি ২৪ রান করেছেন। বাংলাদেশের বিপক্ষে শেষ পর্যন্ত ২৩৫ রানের পুঁজি পায় আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট পেয়েছেন রাবেয়া। এ ছাড়া ফাহিমা দুটি ও জান্নাতুল সুমনা একটি উইকেট নিয়েছেন।