promotional_ad

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে জ্যোতি-শারমিন, রাবেয়া-রিতুর উন্নতি

ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার সুপ্তা, বিসিবি
প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হাফ সেঞ্চুরি করা নিগার সুলতানা জ্যোতি নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচেই খেললেন ১০১ রানের ইনিংস। ওয়ানডেতে নিজের প্রথম সেঞ্চুরির পর ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অধিনায়ক করেছেন ৫১ রান। এমন পারফরম্যান্সে আইসিসির মেয়েদের ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়েছেন জ্যোতি।

promotional_ad

৫৬৩ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ারসেরা ১৭ নম্বরে উঠে এসেছেন ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তিনিই এখন সবার উপরে। এদিকে জ্যোতির সেঞ্চুরিতে থাইল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারে ৩ উইকেটে ২৭১ রান করে বাংলাদেশ। ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের এটাই সর্বোচ্চ দলীয় সংগ্রহ।


আরো পড়ুন

স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের জয়ের হ্যাটট্রিক

১০ ঘন্টা আগে
আইসিসি

এমন দিনে ফারজানা হককে পেছনে ফেলে ৭৮ বলে বাংলাদেশের হয়ে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন জ্যোতি। বাংলাদেশের অধিনায়কের এমন ব্যাটিংয়ের দিনে ৯৪ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন শারমিন আক্তার সুপ্তা। আয়ারল্যান্ডের বিপক্ষে ডানহাতি ওপেনার করেছিলেন ২৪ রান। দুই ম্যাচে ১১৮ রান করায় ১১ ধাপ উন্নতি হয়েছে তার। ৫২৩ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে ২৯ নম্বরে আছেন তিনি।


promotional_ad

আয়ারল্যান্ডের বিপক্ষে রিতু মনির ব্যাটে অবিশ্বাস্য এক জয় পেয়েছে বাংলাদেশ। ২৩৬ রানের লক্ষ্য তাড়ায় ১৩৯ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়েন বাংলাদেশের মেয়েরা। এমন অবস্থায় ৬১ বলে ৬৭ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলে দেশকে জয় এনে দিয়েছেন তিনি। এমন ব্যাটিং পারফরম্যান্সে ১৬ ধাপ এগিয়ে যৌথভাবে ৮৮ নম্বরে আছেন রিতু। তাদের উন্নতি হলেও বাংলাদেশের বেশ কয়েকজন ব্যাটারের অবনতি হয়েছে।


আরো পড়ুন

আগামী মাসে বাংলাদেশে আসছে সাউথ আফ্রিকার মেয়েরা

১৪ এপ্রিল ২৫
বাংলাদেশ নারী ইমার্জিং দল

প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ৫৩ রানের ইনিংস খেলা ফারজানা আইরিশদের বিপক্ষে আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। দুই ম্যাচে একটি হাফ সেঞ্চুরি করার পরও ২ ধাপ পিছিয়েছেন তিনি। সাউথ আফ্রিকার ক্লো ট্রায়ন, পাকিস্তানের সিদরা আমিনের সঙ্গে ২৩ নম্বরে আছেন ফারজানা। এ ছাড়া সোবহানা মোস্তারি ৯ ধাপ ও মুর্শিদা খাতুন ৭ ধাপ পিছিয়ে গেছেন। এদিকে পাকিস্তানের আলিয়া রিয়াজ, মুনিবা আলী এবং আয়ারল্যান্ডের অ্যামি হান্টার, লরা ডেলানিদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে।


ক্যারিয়ারে প্রথমবারের মতো ওয়ানডেতে ৫ উইকেট নেয়ার পরের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ২ উইকেট নিয়েছিলেন ফাহিমা খাতুন। দুই ম্যাচে ৭ উইকেট নিয়ে ৩ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে উঠে এসেছেন ডানহাতি এই লেগ স্পিনার। ৬ ধাপ এগিয়ে ৬০ নম্বরে পেসার মারুফা আর রাবেয়া খান ৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৩ নম্বরে। তবে বল হাতে আলো ছড়াতে না পারায় ২ ধাপ পিছিয়ে ১২ নম্বরে নেমে গেছেন নাহিদা আক্তার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball