ক্রিকেট থেকে বিরতিতে নিদা দার

ছবি: পাকিস্তানের জার্সিতে নিদা দার, পিসিবি

কারণ হিসেবে তিনি মানসিক স্বাস্থ্যের সমস্যার কথা উল্লেখ্য করেছেন। সাম্প্রতিক পারফরম্যান্স ও ব্যক্তিগত কিছু সমস্যা তাকে মানসিকভাবে চ্যালেঞ্জের সামনে ফেলে দিয়েছে। তাই এই সমস্যা কাটিয়ে উঠতেই বিরতির ঘোষণা দেন তিনি।
ভারতে পিএসএল সম্প্রচার বন্ধ, ফেরত পাঠানো হচ্ছে ভারতীয় ক্রুদের
১০ ঘন্টা আগে
নিজের পোস্টে নিদা লিখেছেন, ‘অত্যন্ত সতর্ককতার সঙ্গে চিন্তা করেই আমি সাময়িকভাবে ক্রিকেট থেকে বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেন আমার মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাকে অগ্রাধিকার দিতে পারি। সাম্প্রতিক ব্যক্তিগত ও পেশাগত চ্যালেঞ্জগুলো আমার মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলেছে, তাই কিছু সময় নিজের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন।’

পোস্টে সকলের কাছে বিরতিকালীন সময়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানান নিদা। তবে আবারও কবে ক্রিকেটে ফিরবেন এই বিষয়ে কিছু জানাননি তিনি। কদিন আগেই আইসিসি নারী বিশ্বকাপ বাছাই পর্বে পাকিস্তান দলে তাকে ডাকা হলেও ফিটনেসের কারণে বাদ পড়েন তিনি।
ধারণা করা হচ্ছে এ কারণেই মানসিকভাবে ধাক্কা খেয়েছেন তিনি। নিদা নিজের পোস্টে আরও লিখেন, ‘এই সময়ে আমার গোপনীয়তাকে সম্মান ও বোঝার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আমি আমার প্রিয়জনদের সমর্থনের জন্য কৃতজ্ঞ এবং আমি মাঠে ফিরে আসার অপেক্ষায় আছি।’
জাতীয় দলে জায়গা হারালেও তাকে ঘরোয়া ক্রিকেট ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে খেলার জন্য আহ্বান জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরপর সেখান থেকেও নিজেকে সরিয়ে নেন তিনি। যোগ দেননি ফয়সলাবাদে নারীদের ক্যাম্পেও। এরপরই ধারণা করা যাচ্ছিল বড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন নিদা।
পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ক্রিকেটার নিদা। এ ছাড়া টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেয়ার রেকর্ড রয়েছে তার নামের পাশে। এমনকি পাকিস্তানের হয়ে ওয়ানডেতে ১০০ উইকেট নেয়া চারজনের একজন এই স্পিন বোলিং অলরাউন্ডার।