জাকিরের সেঞ্চুরি, সানজামুলের ৫ উইকেট
জাতীয় ক্রিকেট লিগে জাকির হাসানের সেঞ্চুরিতে বরিশালের করা ৩১২ রানের জবাব দিচ্ছে সিলেট। দ্বিতীয় দিন শেষে পাঁচ উইকেটে ২১৪ রান করেছে দলটি। এখনো ৯৮ রানে পিছিয়ে তারা। দিনের আরেক ম্যাচে রাজশাহীর করা ২১৯ রানের জবাবে ১৩৭ রানে অল আউট হয়েছে ময়মনসিংহ। ফের ব্যাটিংয়ে নেমে ছয় উইকেটে ২১০ রান করেছে রাজশাহী। দলটির লিড ২৯২ রানের।