সোহাগ গাজীর সেঞ্চুরির ম্যাচ হারল বরিশাল

এনসিএল
সোহাগ গাজীর সেঞ্চুরির ম্যাচ হারল বরিশাল
সোহাগ গাজী, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বরিশালকে ৬৩ রানে হারিয়েছে ময়মনসিংহ। ব্যাট হাতে সেঞ্চুরি করেও এ দিন দলকে জেতাতে পারেননি সোহাগ গাজী। বিশাল লক্ষ্যে খেলতে নেমে এই অলরাউন্ডারের সেঞ্চুরির দিনে ৩১৬ রানে থামে বরিশালের ইনিংস।

চার উইকেটে ১০৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বরিশাল। জাহিদুজ্জামান খান ৪৭ এবং তাসামুল হক ৩৭ রানে ব্যাটিংয়ে ছিলেন। এই দুজনের জুটি অবশ্য শুরুর ভাগেই ভেঙে যায়।

দলীয় ১১৪ রানে এই জুটি ভাঙেন মোহাম্মদ নাইম শেখ। সম্প্রতি বিপিএলে কোটিপতি বনে যাওয়া নাইমের থ্রো'তে রান আউট হয়ে ফেরেন তাসামুল। ৬৯ বলে ৪১ রান আসে তার ব্যাটে।

দলীয় ১৮৭ রানে মঈন খানের উইকেট হারায় বরিশাল। ৬৭ বলে ২৯ রান করা মঈনকে প্যাভিলিয়নে ফেরান শুভাগত হোম। তারপর ৭৫ রানের জুটি গড়েন জাহিদুজ্জামান এবং সোহাগ। ১০১ বলে ৮০ রান করে রাকিবুল হাসানের বলে জাহিদুজ্জামান ফিরে গেলে এই জুটি ভাঙে।

বাকি সময়টা একাই লড়াই করেন গাজী। প্রথম শ্রেণির ক্রিকেটে দশম সেঞ্চুরি হাঁকান তিনি। দলীয় ২৯৮ রানে ফিরে যান সোহাগ। ১৪৯ বলে ১০২ রান করা এই অলরাউন্ডারকে ফেরান আসাদুল্লাহ গালিব।

প্রথম ইনিংসে আবু হায়দার রনির ৯৭ রানের ইনিংসে ৩৫৪ রান করে ময়মনসিংহ। জবাবে ২১৭ রানে অল আউট হয় বরিশাল। তারপর ২৪২ রান করে ময়মনসিংহ। ৩৮০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩১৬ রানে থামে বরিশালের ইনিংস।

আরো পড়ুন: সোহাগ গাজী