সিলেট স্টেডিয়ামকে পূর্ণতা দিতে বানানো হচ্ছে জিম ও সুইমিংপুল
এক সময় বাংলাদেশ দলের আন্তর্জাতিক সূচি মানেই ছিল ঢাকা এবং চট্টগ্রামে ম্যাচ। তবে গত কয়েক বছরে এমন ধারণা ভেঙে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি ম্যাচ হচ্ছে সিলেটেও। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সুযোগ সুবিধা নিয়েও কারো নেই কোনো প্রশ্ন।