সিলেট স্টেডিয়ামকে পূর্ণতা দিতে বানানো হচ্ছে জিম ও সুইমিংপুল

বাংলাদেশ ক্রিকেট
এআই
এআই
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এক সময় বাংলাদেশ দলের আন্তর্জাতিক সূচি মানেই ছিল ঢাকা এবং চট্টগ্রামে ম্যাচ। তবে গত কয়েক বছরে এমন ধারণা ভেঙে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি ম্যাচ হচ্ছে সিলেটেও। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সুযোগ সুবিধা নিয়েও কারো নেই কোনো প্রশ্ন।

যদিও সিলেট স্টেডিয়ামকে একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স আকার দিতে যায় বিসিবি। সেই পরিকল্পনা অনুযায়ী সেখানে জিমের সঙ্গে যুক্ত করা হচ্ছে সুইমিং পুলও। ক্রিকফ্রেঞ্জির সঙ্গে একান্ত আলাপে নিজেদের পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

তিনি ক্রিকফ্রেঞ্জিকে বলেন, 'আমরা একটা জিমনেশিয়ামের জায়গা দেখেছি ইনডোরের পাশে। সেখানে জিম এবং সুইমিংপুল একই সাথে করা সম্ভব। তখনই আমরা এটাকে পরিপূর্ণ কমপ্লেক্স বলতে পারব। এই কমপ্লেক্সটা হয়ে গেলে আমরা যে আঞ্চলিক সিলেটের কথা বলি...আপনারা জানেন খুব দ্রুতই আমরা অফিস উদ্বোধন করব। এখানে সিলেটের চারটা বড় বড় জেলা এবং ৪১টা উপজেলা আছে তাদের প্রতিভাগুলোকে এখানে পরিচর্যা করা যাবে। সেই সাথে আমাদের দেশের অন্যতম একটা হাই পারফরম্যান্স সেন্টার হওয়ার সম্ভাবনা আছে।'

বুলবুল বিসিবির দায়িত্ব নেয়ার পরই ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। এরই মধ্যে প্রতিটি বিভাগে একজন করে ক্রিকেট প্রেসিডেন্ট নিয়োগ দেয়া হয়েছে। এরই মধ্যে সিলেটের মাটিতে বিসিবির আঞ্চলিক অফিসও করার পরিকল্পনা আছে বিসিবির। সেই পরিকল্পনাও অনেকখানি এগিয়েছে।

বুলবুল বলেন, 'সিলেট ও বিসিবি মিলে একটা তারিখ চূড়ান্ত করেছিলাম। দুই-একদিনের মধ্যেই উদ্বোধন করার কথা ছিল। কিন্তু এখন অনেক কিছু বদলে গেছে। তবে খুব দ্রুতই আমরা এটার উদ্বোধন করব। এত বড় একটা কমপ্লেতে এই অঞ্চলে থাকা মানে এখানকার ক্রিকেটারদের জন্য বিশাল বড় একটা সুবিধা।'

সোনার বাংলা পাথওয়ে টি–টোয়েন্টি ক্রিকেট লিগ নামে একটি নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি। নতুন বছরের শুরুতেই মাঠে গড়াচ্ছে এই টুর্নামেন্ট। ছয় থেকে আট দল নিয়ে হতে পারে সোনার বাংলা পাথওয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট নামে বিসিবির নতুন টি-টোয়েন্টি লিগটি। দুই ক্যাটাগরি থেকে ক্রিকেটার নির্বাচন করবে জাতীয় নির্বাচক প্যানেল।

এ প্রসঙ্গে বুলবুল যোগ করেছেন, 'সোনার বাংলা পাথওয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্টটা দুইটা কারণে করা হচ্ছে। একটা হচ্ছে প্রথম বিভাগের অনেক ক্রিকেটার যারা খেলতে পারছে না এবং যারা কিনা বিপিএলে এখন বসে আছে। সবাই তো আর বিপিএল খেলছে না। পরবর্তীতে এটা হয়ত সোনার বাংলা পাথওয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট হিসেবে আরেকটা ইভেন্ট হবে। যখন দেখব কিছু খেলোয়াড় আছে যাদের আরও সুযোগ পাওয়া উচিত। তবে দিন শেষে সবাই খেলার মধ্যে থাকে, এটাই হচ্ছে মূল লক্ষ্য।'

আরো পড়ুন: