প্রথম দিনেই অল আউট খুলনা-
সিলেটের বিপক্ষে প্রথম দিনেই বিপদে পড়েছে খুলনা। শুরুতে ৫৫ রানের ওপেনিং জুটি পেলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। নাসুম এবং তানজিমদের বোলিংয়ের সামনে এ দিন টিকতেই পারেনি খুলনার ব্যাটাররা।
৩৩ বলে ২৭ রান করে সৌম্য এলবিডব্লিউ হয়ে ফিরে যান। পরের ওভারে ৪২ বলে ২৪ রান করা এনামুল হক বিজয়কে ফেরান তানজিম। ইমরানউজ্জামান ৪০ বলে ১১ রানে ফিরে গেলে সাময়িক হাল ধরেন কালাম সিদ্দিকি এবং মোহাম্মদ মিঠুন।
তাদের ৬৮ রানের জুটি ভাঙেন নাসুম। ৫০ বলে ৪৪ রান করে তিনিও নাসুমের বলে এলবিডব্লিউ হন। তারপর কালাম সিদ্দিকি ৯৮ বলে ৩৬, আফিফ হোসেন ধ্রুব ৩৬ বলে ২৭ এবং জিয়াউর রহমান ৫৫ বলে ২৩ রান করেন।
সিলেটের হয়ে ৬১ রান খরচায় চার উইকেট নেন নাসুম, ৫৩ রান খরচায় তিন উইকেট নেন সাহানুর রহমান। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৪ বলে ১২ রান করে অপরাজিত আছেন জাকির হাসান। তার সঙ্গি মুবিন আহমেদ করেছেন ২৪ বলে ১৬ রান।
শিবলির সেঞ্চুরিতে লড়ছে ঢাকা-
৯ উইকেটে ২৭৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে রাজশাহী। ওয়াসি সিদ্দিকি (১৬) এবং আব্দুর রহিমদের (১১*) শেষের চেষ্টায় তিনশ'র কাছে গিয়ে থামে রাজশাহী। জবাবে ব্যাটিংয়ে নেমে ১২ রানে দুই উইকেট হারিয়ে ম্যাচে ফেরে ঢাকা।
জয়রাজ শেখ শুন্য এবং রনি তালুকদার পাঁচ রানে ফিরে যান। তারপর ১৮৮ রানের জুটি গড়েন শিবলি এবং আনিসুল ইসলাম। ১৫১ বলে ৯৭ রান করে ফিরে যান আনিসুল। তারপর মার্শাল আইয়ুব ফিরে যান ২৪ বলে ১১ রান করে।
শিবলি সেঞ্চুরি করে (১১২*) অপরাজিত আছেন। তার সঙ্গি তাইবুর ১২ রানে নট আউট। আগের দিন সেঞ্চুরি করে সানজামুল ইসলাম ৫২ রানে দুই উইকেট নেন । একটি করে উইকেট নেন আব্দুর রহিম এবং আলী ওয়ালিদ।