নাইম-শহিদুলের সেঞ্চুরি মিস-
বৃষ্টির কারণে প্রথম দিন কেবল ৩২ ওভার হলেও দ্বিতীয় দিনে খেলা হয়েছে পুরোদমে। দুই উইকেটে ১০০ রান নিয়ে দিন শুরু করা ময়মনসিংহ শুরতেই হারায় আমিনুল ইসলাম বিপ্লবের (৮) উইকেট।
বিপ্লবকে ফেরানোর পর ১০ রান করা আল আমিন জুনিয়রকে ফেরান সালাহউদ্দিন শাকিল। দলকে দেড়শ রানের গণ্ডি পার করিয়ে বিদায় নেন নাইম। ১৫৬ বলে ৯০ রান করা নাইমকে বোল্ড করেন আনিসুল।
২৩৭ রানের মধ্যে আট উইকেট হারিয়ে ফেলে দলটি। এরপর ৭৫ রানের জুটি গড়েন শহিদুল এবং আরিফ আহমেদ। আরিফ ৩১ রানে ফিরলেও শহিদুল শেষ উইকেট হিসেবে বিদায় নেন ৭৯ রান করে।
ঢাকার হয়ে চারটি উইকেট নেন সালাহউদ্দিন, দুটি নেন নাজমুল হোসেন অপু। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ১৭ রান তোলে ঢাকা। এখনো ৩১৯ রানে পিছিয়ে আছে দলটি।
সিলেট-রংপুর ম্যাচে বোলারদের দাপট-
সাত উইকেটে ১৭২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে সিলেট। রেজাউর রহমান রাজার ৩৩ রান ও নাইম হোসেন সাকিবের অপরাজিত ১৪ রানে ইনিংসে দুইশ'র কাছাকাছি গিয়ে থামে তারা।
এরপর ব্যাটিংয়ে নেমে আবু জায়েদ রাহীর তোপে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় রংপুর। ৬৭ রানের মধ্যেই ছয় উইকেট হারায় দলটি। এর চারটিই নেন রাহী। এরপর আবু হাসিম এবং তানবির হায়দারের ৪৯ রানের জুটিতে কিছুটা রান পায় রংপুর।
আবু হাসিম ফিরে যান ৩১ রান করে। তানবির এক রানের জন্য হাফ সেঞ্চুরি করতে পারেননি। রংপুরের হয়ে ২৭ রানে ব্যাটিংয়ে আছেন রবিউল হক। শুন্য রানে অপরাজিত আছেন মুকিদুল ইসলাম মুগ্ধ।