মাহফুজুরের ৩৯ বলে ৮২ রানের ঝড় ছাপিয়ে ১ রানে জিতল মেট্রো
ছবি: মাহফুজুর রহমান রাব্বি (বামে), ম্যাচসেরা আবু হায়দার রনি (ডানে), ক্রিকফ্রেঞ্জি
শহিদুল ইসলামের প্রথম বলেই ওয়াইড লং অন দিয়ে ছক্কা মেরে শুরুটা করেছিলেন রাব্বি। যদিও ক্যাচ নেয়ার সুযোগ ছিল ঢাকা মেট্রোরের ফিল্ডারের হাতে। পরের বলে অবশ্য রান বের করতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। তৃতীয় ডেলিভারিতে স্লোয়ারে রাব্বিকে বোকা বানাতে চেয়েছিলেন শহিদুল। তবে সময় নিয়ে জায়গায় দাঁড়িয়ে লং অন দিয়ে ছক্কা মেরে সিলেটের জয়ের আশা জিইয়ে রাখেন দলটির অধিনায়ক।
প্রথম তিন বলে দুই ছক্কায় ১২ রান নেয়া সিলেটের তখনও ৩ বলে প্রয়োজন ১২ রান। পরের বলে মিড অফে উড়িয়ে মারলেও ২ রানের বেশি নিতে পারেননি। পঞ্চম বলে একই জায়গায় দিয়ে ছক্কা মেরেছেন রাব্বি। শেষ বলে তখন প্রয়োজন ৪ রান। শহিদুলের লো ফুলটসে টাইমিংয়ে গড়বড় হওয়ায় ২ রানের বেশি নিতে পারেননি বাঁহাতি ব্যাটার। ৩৯ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলে দলকে জেতাতে পারেননি সিলেটের অধিনায়ক। শেষ ওভারের রোমাঞ্চ ছাপিয়ে সিলেটকে ১ রানে হারিয়েছে ঢাকা মেট্রো।
এর আগে মেট্রোর জয়ের ভিতটা গড়ে দিয়েছেন আবু হায়দার রনি। দারুণ ছন্দে থাকা নাইম শেখ সিলেটের বিপক্ষে রানের দেখা না পেলেও আনিসুল ইসলাস ইমন ও আবু হায়দারের ব্যাটে ১৫৭ রানের পুঁজি পায় তারা। আনিসুল ৩৯ এবং আবু হায়দার ২৩ বলে খেলেছেন অপরাজিত ৪৭ রানের ইনিংস। ব্যাটিংয়ে এমন ইনিংস খেলার পর বল হাতে ৪ ওভারে ৩৬ রান খরচায় ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ২ নম্বর গ্রাউন্ডে জয়ের জন্য ১৫৭ রান তাড়ায় শুরুটা ভালো হয়নি সিলেটের। প্রথম চার ওভারে সেভাবে রানই তুলতে পারেননি জিসান ও তৌফিক। তাদের দুজনের জুটি ভাঙেন রাকিবুল হাসান। বাঁহাতি স্পিনারের বলে লেগ বিফোর উইকেট হয়েছেন ৫ রান করা জিসান। পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে মাত্র ২৩ রান তোলে স্বাগতিকরা। আরেক ওপেনার তৌফিক আউট হয়েছেন পাওয়ার প্লে শেষ হওয়ার পর।
শহিদুলের স্লোয়ার ডেলিভারিতে লেগ সাইডে খেলতে চেয়েছিলেন তৌফিক। তবে ব্যাট ও প্যাডের ফাঁক গলে তা আঘাত হানে স্টাম্পে। ২৮ রান করে ফেরেন ডানহাতি এই ওপেনার। পিনাক ঘোষ, ওয়াসিফ আকবর, অমিত হাসানরা ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। শেষ দিকে মাহফুজুর রাব্বি অপরাজিত ৮২ রানের ইনিংস খেললেও তাই সিলেটকে জয় এনে দিতে পারেননি। মেট্রোর হয়ে আবু হায়দার দুটি এবং রাকিবুল, আরাফাত সানি, শহিদুল, শামসুররা নিয়েছেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা মেট্রো- ১৫৬/৭ (২০ ওভার) (আবু হায়দার ৪৭*, আনিসুল ৩৯, শামসুর ২৮; নাইম সাকিব ৩/২৯)
সিলেট বিভাগ- ১৫৫/৭ (২০ ওভার) (মাহফুজুর ৮২*, তৌফিক ২৮, তোফায়েল ২১; আবু হায়দার ২/৩৬)