
রজতকে ভালোবাসুন, সে অসাধারণ প্রতিভা: কোহলি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নতুন অধিনায়ক হয়েছেন রজত পতিদার। নতুন অধিনায়কের ওপর অগাধ ভরসা রয়েছে বিরাট কোহলির। রজতের হাত ধরে দল অনেক দূর এগিয়ে যাবে বলেই বিশ্বাস তার।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নতুন অধিনায়ক হয়েছেন রজত পতিদার। নতুন অধিনায়কের ওপর অগাধ ভরসা রয়েছে বিরাট কোহলির। রজতের হাত ধরে দল অনেক দূর এগিয়ে যাবে বলেই বিশ্বাস তার।
আইপিএলের নিলাম থেকে হ্যারি ব্রুককে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস। টুর্নামেন্ট শুরুর আগে হুট করেই এই ক্রিকেটার এই ফ্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। আইপিএলের নিয়ম অনুযায়ী এই ইংলিশ ক্রিকেটারকে ২ বছরের জন্য নিষিদ্ধ করেছে বিসিসিআই।
'ক্যাপ্টেন কুল' নামে ডাকা হয় মহেন্দ্র সিং ধোনিকে। তবে শান্ত মাথার ধোনিও অনেকবার হয়ে উঠেছিলেন অশান্ত। বিশেষ করে ২০১৯ সালে রাজস্থান রয়্যালসের বিপক্ষে একটি ম্যাচে ক্ষেপে গিয়ে মাঠে প্রবেশ করতেও দেখা গিয়েছিল ধোনিকে। সেটা ভুল ছিল বলে স্বীকার করে নিয়েছেন চেন্নাই সুপার কিংসের সাবেক এই অধিনায়ক।
মেগা নিলামের আগেই দিল্লি ছেড়েছেন ঋষভ পান্ত। ফলে দিল্লি এবার নতুন অধিনায়কের অধীনে খেলবে সেটা অনুমেয়ই ছিল। হয়েছেও তাই। দলটির অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে অক্ষর প্যাটেলকে। এবার আইপিএল শুরুর আগে আরেকটি বড় চমক নিয়ে হাজির হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। দলটির সহ অধিনায়ক হিসেবে ফাফ ডু প্লেসির নাম ঘোষণা করা হয়েছে।
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দেখা যাবে না উমরান মালিকের গতির ঝড়। চোটের কারণে ভারতের এই ফাস্ট বোলারকে পাবে না কলকাতা নাইট রাইডার্স। তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে বাঁহাতি পেসার চেতন সাকারিয়াকে।
এপ্রিল-মে মাসে হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার কথা ছিল করবিন বশের। জানুয়ারিতে হওয়া প্লেয়ার্স ড্রাফট থেকে সাউথ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডারকে দলেও নিয়েছিল পেশাওয়ার জালমি। তবে ডায়মন্ড ক্যাটাগরি থেকে দল পাওয়া বশের খেলা হচ্ছে না পিএসএলে। পাকিস্তানের টুর্নামেন্টকে ‘ফাঁকি’ দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সিদ্ধান্ত নেন তিনি। যার ফলে এবার আইনি নোটিশ পেতে হলো তাকে।
টেলিভিশন ক্যামেরাও মেগ ল্যানিংকে যতবার দেখানো হতচ্ছিল, ততবারই তার চোখে মুখে ফুটে উঠছিল হতাশা। অবশ্য এই হতাশা ফুটে ওঠা যে অস্বাভাবিক কিছু নয়। কারণ এই অস্ট্রেলিয়ান যে আরও একবার ফাইনালে গিয়ে পরাজয় নিয়ে মাঠ ছেড়েছেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বরাবরই নতুন সব চমক নিয়ে হাজির হয় মুম্বাই ইন্ডিয়ান্স। এবারের আসর শুরুর আগমুহূর্তেও নতুন চমক দিলো দলটি। পাঁচবারের শিরোপাজয়ীরা ‘স্পিরিট কোচ’ হিসাবে নিয়োগ দিয়েছে বলিউড অভিনেতা জ্যাকি শ্রফকে।
রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে অভিষেক চেতন সাকারিয়ার। বাঁহাতি পেসার পরবর্তীতে খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়েও। কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে থাকলেও ম্যাচ পাওয়া হয়ে উঠেনি তার। একটা সময় ৪ কোটি ২০ লাখ রুপি দাম উঠলেও চোট আর ছন্দহীনতায় নিজেকে হারিয়ে খুঁজছেন সাকারিয়া। লম্বা সময় চোটের সঙ্গে যুদ্ধ করে আবারও ক্রিকেটে ফেরা বাঁহাতি পেসারকে আগামী মৌসুমে দেখা যাবে কলকাতার নেট বোলার হিসেবে।
গত জানুয়ারি থেকেই পিঠের চোটে ভুগছেন জসপ্রিত বুমরাহ। এই চোটের ফলে সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি তিনি। সামনেই আইপিএল। এই ফ্র্যাঞ্চাইজি লিগে বুমরাহ শুরু থেকেই খেলতে পারবেন কিনা তা নিয়ে ছিল জল্পনা কল্পনা।
সপ্তাহ খানেক বাদেই শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর। টুর্নামেন্ট শুরুর আগে হুট করেই নিজের নাম সরিয়ে নিয়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার হ্যারি ব্রুক। এ কারণে এই ইংলিশ ক্রিকেটারকে ২ বছরের জন্য নিষিদ্ধ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক কে হবেন তা নিয়েই ছিল জল্পনা কল্পনা। অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন লোকেশ রাহুল। নিলাম থেকে এই উইকেটরক্ষক ব্যাটারকে দলে নেয়ার পর থেকেই এমনটাই আলোচনা ছিল। তবে দলটির অধিনায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।