promotional_ad

১০ বছর পর ওয়াংখেড়ে জয়ের দিনে পাতিদারের জরিমানা

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৩২ বলে ৬৪ রানের ইনিংস খেলেছেন রজত পাতিদার
ইয়াশ দয়ালের স্লোয়ার ডেলিভারিতে এক্সট্রা কভারের উপর দিয়ে খেলার চেষ্টায় সূর্যকুমার যাদব যখন লিয়াম লিভিংস্টোনকে ক্যাচ দিয়ে ফিরলেন মুম্বাই ইন্ডিয়ান্সের তখনও প্রয়োজন ৪৮ বলে ১২৩ রান। এমন সমীকরণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এগিয়ে থাকলেও হার্দিক পান্ডিয় ও তিলক ভার্মার ঝড়ো ব্যাটিংয়ে বদলে যেতে থাকে দৃশ্যপট।

promotional_ad

ওয়াংখেড়েতে বেঙ্গালুরুর বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালাতে থাকেন তারা দুজন। ২৯ বলে ৫৬ রানের ইনিংস খেলা তিলক ফিরলে ভাঙে হার্দিকের সঙ্গে ৩৪ বলে ৮৯ রানের জুটি। একটু পর আউট হয়েছেন ১৫ বলে ৪২ রান করা মুম্বাই অধিনায়কও। শেষ তিন ওভারে তিলক, হার্দিক, মিচেল স্যান্টনার, দীপক চাহার ও নামান ধীরের উইকেট হারিয়ে স্বাগতিকরা থেমেছে ২০৯ রানে। 


আরো পড়ুন

চিপকের জিততে পারা সব সময়ই বিশেষ অনুভূতির: রজত

২৯ মার্চ ২৫
চেন্নাইয়ের বিপক্ষে আফ সেঞ্চুরি করেন রজত পাতিদার, ফাইল ফটো

মুম্বাইকে ১২ রানে হারিয়ে জয়ে ফিরেছে রজত পাতিদারের বেঙ্গালুরু। ২০১৫ সালের পর এবারই প্রথম ওয়াংখেড়েতে মুম্বাইকে হারাল তারা। বেঙ্গালুরুর এমন জয়ের দিনে পাতিদার নিজেও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন। ৫ চার ও ৪ ছক্কায় দুইশ স্ট্রাইক রেটে ৩২ বলে ৬৪ রানের ইনিংস খেলেন তিনি। তবে এমন পারফরম্যান্সের দিনে জরিমানা গুনতে হয়েছে বেঙ্গালুরুর অধিনায়ককে।


promotional_ad

স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে পাতিদারকে। আইপিএলের চলতি মৌসুমে এবারই প্রথম স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হয়েছে বেঙ্গালুরুর অধিনায়ককে। রজতের আগে জরিমানা দিয়েছেন মুম্বাইয়ের হার্দিক, লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ঋষভ পান্ত ও রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ।


আরো পড়ুন

কোহলির শততম হাফ সেঞ্চুরির দিনে বেঙ্গালুরুর বড় জয়

১৩ এপ্রিল ২৫
হাফ সেঞ্চিরির পথে কোহলির একটি শট, আইপিএল

এখন পর্যন্ত চার ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়েছে বেঙ্গালুরু। ঘরের মাঠে গুজরাট টাইটান্সের কাছে হারলেও অ্যাওয়ে ম্যাচে চেন্নাই সুপার কিংস, ‍মুম্বাই ও কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে তারা। ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। এখন পর্যন্ত ১৬৪ রান করেছেন তিনি। এ ছাড়া পাতিদার করেছেন ১৬১ রান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball