১০ বছর পর ওয়াংখেড়ে জয়ের দিনে পাতিদারের জরিমানা

ছবি: মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৩২ বলে ৬৪ রানের ইনিংস খেলেছেন রজত পাতিদার

ওয়াংখেড়েতে বেঙ্গালুরুর বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালাতে থাকেন তারা দুজন। ২৯ বলে ৫৬ রানের ইনিংস খেলা তিলক ফিরলে ভাঙে হার্দিকের সঙ্গে ৩৪ বলে ৮৯ রানের জুটি। একটু পর আউট হয়েছেন ১৫ বলে ৪২ রান করা মুম্বাই অধিনায়কও। শেষ তিন ওভারে তিলক, হার্দিক, মিচেল স্যান্টনার, দীপক চাহার ও নামান ধীরের উইকেট হারিয়ে স্বাগতিকরা থেমেছে ২০৯ রানে।
চিপকের জিততে পারা সব সময়ই বিশেষ অনুভূতির: রজত
২৯ মার্চ ২৫
মুম্বাইকে ১২ রানে হারিয়ে জয়ে ফিরেছে রজত পাতিদারের বেঙ্গালুরু। ২০১৫ সালের পর এবারই প্রথম ওয়াংখেড়েতে মুম্বাইকে হারাল তারা। বেঙ্গালুরুর এমন জয়ের দিনে পাতিদার নিজেও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন। ৫ চার ও ৪ ছক্কায় দুইশ স্ট্রাইক রেটে ৩২ বলে ৬৪ রানের ইনিংস খেলেন তিনি। তবে এমন পারফরম্যান্সের দিনে জরিমানা গুনতে হয়েছে বেঙ্গালুরুর অধিনায়ককে।

স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে পাতিদারকে। আইপিএলের চলতি মৌসুমে এবারই প্রথম স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হয়েছে বেঙ্গালুরুর অধিনায়ককে। রজতের আগে জরিমানা দিয়েছেন মুম্বাইয়ের হার্দিক, লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ঋষভ পান্ত ও রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ।
কোহলির শততম হাফ সেঞ্চুরির দিনে বেঙ্গালুরুর বড় জয়
১৩ এপ্রিল ২৫
এখন পর্যন্ত চার ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়েছে বেঙ্গালুরু। ঘরের মাঠে গুজরাট টাইটান্সের কাছে হারলেও অ্যাওয়ে ম্যাচে চেন্নাই সুপার কিংস, মুম্বাই ও কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে তারা। ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। এখন পর্যন্ত ১৬৪ রান করেছেন তিনি। এ ছাড়া পাতিদার করেছেন ১৬১ রান।