বুমরাহর ফেরার খবর জানিয়ে মুম্বাই বলল, 'লায়ন ইজ ব্যাক'

ছবি: মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে জসপ্রিত বুমরাহ

পরের ম্যাচের আগে পাঁচ দিনের বিরতি আছে মুম্বাইয়ের। আগামী রোববার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরতে পারেন তিনি। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফর থেকে ফেরার পর থেকেই চোটের কারণে সবধরনের ক্রিকেট থেকে বিরতিতে বুমরাহ। তাকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছে ভারত।
এপ্রিলের মাঝামাঝিতে ফিরছেন বুমরাহ
৪ এপ্রিল ২৫
এবার ইনজুরি কাটিয়ে মুম্বাইয়ের ক্যাম্পে যোগ দিয়েছেন এই পেসার। তার ফেরার খবর ঘটা করে জানিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে। সেই ভিডিওতে হাজির হয়েছিলেন বুমরাহর স্ত্রী সানজানা গানেশান ও সন্তান আঙ্গাদ।

ভিডিওতে সানজানাকে বলতে শোনা যায়, ‘আঙ্গাদ, একটা গল্প শোনাই তোমাকে। একটি ছানা ছিল, ২০১৩ সালে যে প্রবেশ করে এক জঙ্গলে। রান, ছক্কা আর বাউন্ডারিতে পরিপূর্ণ এক জঙ্গল। যেখনে সবাই ছিল ভীত, সেখানে সে দেখাল সাহস। বছরের পর বছর অনেক যুদ্ধে লড়াই করল সে।'
ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক হ্যারি ব্রুক
৯ ঘন্টা আগে
'টিকে থাকার জন্য লড়াই করল, মর্যাদার জন্য লড়াই করল। সে জিতেছে, সে হেরেছে। কিন্তু কখনও হাল ছাড়েনি। এই লড়াইগুলো তার ভেতর আঁচড় কেটে গেছে। কিন্তু তাকে থামাতে পারেনি। একসময়ের সেই ছানা এখন এক সিংহ। দা লায়ন ইজ ব্যাক। ফিরে এসেছে জঙ্গলের রাজা হতে, আবার…।'
২০১৩ সালে আইপিএলে খেলা শুরুর পর থেকেই মুম্বাই ইন্ডিয়ান্সের ঘরে ছেলে হয়ে উঠেছেন বুমরাহ। দলটির হয়ে ১৩৩ ম্যাচে ১৬৫ উইকেট শিকার করেছেন তিনি। এবারের আইপিএলে বুমরাহর শূন্যতা বেশ ভালোভাবেই টের পাচ্ছে মুম্বাই।