promotional_ad

এখনও অবসর নিয়ে ভাবছেন না ধোনি

একটি অনুষ্ঠানে কথা বলছেন মহেন্দ্র সিং ধোনি
ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে মহেন্দ্র সিং ধোনি। তবে এখনও আইপিএলে খেলে চলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। তিনি কবে শেষ করবেন তা নিয়ে এখনও চারিদিকে জল্পনা কল্পনা। আগের মতো মারকুটে ব্যাটিংও করতে পারছেন না। তবে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়কে বিভিন্ন পরামর্শ দিয়ে এখনও সহায়তা করছেন তিনি।

promotional_ad

অনেকেই মনে করেন আরও আগেই ধোনির অবসর নেয়া উচিত ছিল। আবার অনেকে আইপিএলের ব্র্যান্ডভ্যালুর জন্য ধোনির খেলে যাওয়াকেই সমর্থন করছেন। নিজের অবসর নিয়ে ধোনি কী ভাবছেন? সম্প্রতি এই উইকেটরক্ষক ব্যাটার হাজির হয়েছিলেন কনটেন্ট ক্রিয়েটর রাজ শামানির একটি পডকাস্টে। সেখানে অবসরের ভাবনা নিয়ে কথা বলেছেন তিনি।


আরো পড়ুন

ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক হ্যারি ব্রুক

৯ ঘন্টা আগে
ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক হ্যারি ব্রুক, ফাইল ফটো

ধোনি বলেছেন, 'এখনই অবসর নিয়ে ভাবছি না। এখনও তো আইপিএল খেলছি। বিষয়টা খুব সাধারণভাবে নিচ্ছি। আমি তো এখন শুধু আইপিএলেই খেলি। এখন বয়স ৪৩, ২০২৫ আইপিএল শেষ হতে হতে ৪৪ হয়ে যাবে। তারপর হাতে ১০ মাস থাকবে সিদ্ধান্ত নেয়ার জন্য। খেলব কি না, ছাড়ব কি না—সেটা শরীর ঠিক করে দেবে, আমি না। সব মিলিয়ে এখনও একটা বছর সময় আছে।'



promotional_ad

ধোনির স্পষ্ট বার্তা, শরীর যদি টি-টোয়েন্টির চ্যালেঞ্জ নিতে পারে, তাহলে খেলে যাবেন। না হলে ক্রিকেট ছেড়ে দেবেন তিনি। এখনও খেলাটা উপভোগ করছেন তিনি। যেভাবে স্কুল জীবনে ক্রিকেট খেলতেন এখনও একই আগ্রহ নিয়ে খেলতে নামেন বলে জানালেন ধোনি। তবে ব্যাপারটি এতো সহজ নয় বলেও স্বীকার করে নিয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক।


আরো পড়ুন

আবারও চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে ধোনিকে

৫ এপ্রিল ২৫
বিসিসিআই

তিনি বলেছেন, 'আমি এখন আইপিএলটা উপভোগ করছি। স্কুলজীবনে যেভাবে রোজ বিকেলে খেলতে যেতাম, এখনো ঠিক তেমনই খেলছি। তখন রোজ ৪টায় কলোনির মাঠে খেলতাম। আবহাওয়া খারাপ থাকলে ফুটবল খেলতাম। আমি সেই সহজ-সরল আনন্দটা পেতে চাই। যদিও বলা সহজ, করা কঠিন।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball