শরীর সতেজ আছে, তাই বোলিং উপভোগ করছি: সিরাজ

ফ্র্যাঞ্চাইজি লিগ
শরীর সতেজ আছে, তাই বোলিং উপভোগ করছি: সিরাজ
মাত্র ১৭ রান খরচায় চার উইকেট নেন মোহাম্মদ সিরাজ, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বল হাতে সানরাইজার্স হায়দরাবাদকে যেন একাই হারিয়ে দিলেন মোহাম্মদ সিরাজ। মাত্র ১৭ রান খরচায় নিলেন চারটি উইকেট। এই পেসারের দাপটে মাত্র ১৫২ রানেই থামে হায়দরাবাদ। সাত উইকেট হাতে রেখেই ম্যাচটি জিতে নেয় গুজরাট টাইটান্স।

আইপিএলের শুরুটা এবার ভালো ছিল না সিরাজের। রান বন্যার প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে চার ওভারে ৫৪ রান দেন তিনি। পরের ম্যাচে অবশ্য ছন্দে ফেরেন সিরাজ, মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে উইকেট নেন দুটি। 

এরপর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেও বল হাতে আলো ছড়ান সিরাজ। সেদিন ১৯ রান খরচায় তিন উইকেট তুলে নেন তিনি। নিজের সাবেক দলের বিপক্ষে, তাদেরই মাটিতে রীতিমতো আতঙ্ক ছড়ান তিনি।

গতকাল হায়দরাবাদের বিপক্ষেও ঝলমলে ছিল সিরাজের পারফরম্যান্স। ট্রাভিস হেড, অভিষেক শর্মা, অনিকেত ভার্মা এবং সিমারজিত সিংয়ের উইকেট নেন তিনি। এতেই সিরাজ স্পর্শ করেন আইপিএলে একশ উইকেটের মাইলফলক।

ম্যাচ শেষে নিজের বোলিং নিয়ে সিরাজ বলেন, 'আমি সত্যিই উপভোগ করছি। বিশ্রাম পেয়েছিলাম, তখন বোলিং, ফিটনেস ও মানসিকতা নিয়ে কাজ করেছিলাম। শরীর সতেজ আছে, তাই বোলিং খুব উপভোগ করছি।'

এর আগে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা পাননি সিরাজ। জানুয়ারির শুরুতে অস্ট্রেলিয়া সফর থেকে ফেরার পর আইপিএলের আগ পর্যন্ত রঞ্জি ট্রফির একটি ম্যাচ ছাড়া আর কোনো ম্যাচই খেলেননি তিনি। আইপিএল দিয়েই রীতিমতো রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছে তার।
 

আরো পড়ুন: মোহাম্মদ সিরাজ