পাঞ্জাবের ‘হ্যাটট্রিক’ আটকে দিয়ে জিতল রাজস্থান

ছবি: ইনিংসের প্রথম বলেই প্রিয়ানশ আরিয়ার স্টাম্প উপড়ে ফেলেছেন জফরা আর্চার, বিসিসিআই

তাদের দুজনের বিদায়ে পাঞ্জাবের জয়ের স্বপ্ন ততক্ষণে ধুলিসাৎ হয়ে গেছে। শেষের দিকে মারকুটে শশাঙ্ক সিংও বিশেষ কিছু করে দেখাতে পারেননি। রাজস্থানকে হারিয়ে দিল্লি ক্যাপিটালসের মতো হ্যাটট্রিক জয়ের সুযোগ থাকলেও সেটা করতে পারেননি শ্রেয়াস আইয়াররা। ব্যাটারদের ব্যর্থতায় রাজস্থানের বিপক্ষে পাঞ্জাবকে হারতে হয়েছে ৫০ রানে। পাঞ্জাবের হ্যাটট্রিক জয়ের সুযোগ আটকে দিয়ে জয় তুলে নিয়েছে রাজস্থান। চার ম্যাচের দুটিতে জয় পেলেন স্যামসনরা।
রাজস্থানের নেতৃত্বে ফিরলেন স্যামসন
৩ এপ্রিল ২৫
মুল্লানপুরে জয়ের জন্য ২০৫ রান তাড়ায় ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় পাঞ্জাব। জফরা আর্চারের দুর্দান্ত এক ডেলিভারি বুঝতেই পারেননি প্রিয়ানশ আরিয়া। বলের লাইন মিস করে বোল্ড হয়ে ফিরতে হয় বাহাঁতি ওপেনারকে। প্রিয়ানশ ফেরার পরের বলে এক্সট্রা কভারের উপর দিয়ে চার মেরে দলের ও নিজের রানের খাতা খুললেন আইয়ার। এক বল পর একই জায়গা দিয়ে আরও একটি চার মেরেছেন পাঞ্জাবের অধিনায়ক।
ইনিংসের প্রথম ওভারের শেষ ডেলিভারিতে আরও একটি বাউন্ডারির আশায় খানিকটা ব্যাকফুটে গিয়ে খেলতে চেয়েছিলেন আইয়ার। তবে আর্চারের গতিময় ডেলিভারির নাগাল না পাওয়ায় বোল্ড হয়েছেন তিনি। সবশেষ দুই ম্যাচে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলা ডানহাতি ব্যাটার রাজস্থানের বিপক্ষে ফিরেছেন ১০ রানে। চারে নেমে সুবিধা করে উঠতে পারেননি মার্কাস স্টইনিসও। অস্ট্রেলিয়ার ব্যাটার আউট হয়েছেন সন্দীপ শর্মার বলে তারই হাতে ক্যাচ দিয়ে।

আইপিএলে ডানহাতি পেসারের বিপক্ষে ২৩ বল খেলে তৃতীয়বারের মতো আউট হয়েছেন স্টইনিস। দ্রুতই ফিরতে পারতেন ওয়াদেরা। তবে খানিকটা দৌড়ে গিয়েও লং অনে ক্যাচ নিতে পারেননি ধ্রুব জুরেল। ২৬ রানে ৩ উইকেট হারানো পাঞ্জাব পাওয়ার প্লেতে ৪৩ রানের বেশি তুলতে পারেননি। পাওয়ার প্লে শেষ হতেই আবারও উইকেট হারায় তারা। কুমার কার্তিকেয়ার ঝুলিয়ে দেয়া ডেলিভারিতে সুইপ করতে গিয়ে আউট হয়েছেন প্রভসিমরান সিং।
‘নোটবুক সেলিব্রেশন’ করে দিগ্বেশের শাস্তি
২ এপ্রিল ২৫
আগের ম্যাচেই হাফ সেঞ্চুরি করা ডানহাতি উইকেটকিপার ব্যাটার ১৭ রানের বেশি করতে পারেননি। ২০২৪ আইপিএল থেকে এখন পর্যন্ত ১২ ইনিংসের নয়টিতেই স্পিনারের বিপক্ষে আউট হয়েছেন প্রভসিমরান। তিনি ফেরার পর জুটি গড়ে তোলেন ওয়াদেরা এবং ম্যাক্সওয়েল। যদিও প্রত্যাশিতভাবে রান তুলতে পারছিলেন না তারা দুজন। বাকিদের ব্যর্থতার মাঝেও ৩৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ওয়াদেরা। পঞ্চাশ ছোঁয়ার পরই আক্রমণাত্বক হয়ে ওঠার চেষ্টা করেন।
২১ বলে ৩০ রানের ইনিংস খেলা ম্যাক্সওয়েলকে ফিরিয়ে জুটি ভাঙেন থিকশানা। পরের ওভারে ওয়াদেরাকে আউট করেছেন হাসারাঙ্গা। চারটি চার ও তিন ছক্কায় ৪১ বলে ৬২ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। এদিকে দলের প্রয়োজনে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি মার্কো জানসেন। আলো ছড়াতে পারেননি শশাঙ্কও। ফলে ১৫৫ রানে থামতে হয় পাঞ্জাবকে। রাজস্থানের হয়ে আর্চার তিনটি ও থিকশানা এবং সন্দীপ দুটি করে উইকেট নিয়েছেন।
টস হেরে ব্যাটিং করতে নেমে রাজস্থানকে ভালো শুরু এনে দেন স্যামসন ও জয়সাওয়াল। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে ৮৯ রান যোগ করেন। দারুণ ব্যাটিং করতে থাকা স্যামসন ৩৮ রানে ফিরলে ভাঙে জুটি। প্রথম তিন ম্যাচেই রানের দেখা না পাওয়া জয়সাওয়াল খেলেছেন ৬৭ রানের ইনিংস। শেষের দিকে রিয়ান পরাগের ২৫ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংসে ২০৫ রানের পুঁজি পায় রাজস্থান। পাঞ্জাবের হয়ে দুুটি উইকেট নিয়েছেন লকি ফার্গুসন।