
তামিমের সেঞ্চুরিতে জিতল মোহামেডান
নিজের নবম ওভারে তামিম ইকবালকে কিছুটা চাপেই রেখেছিলেন শহিদুল ইসলাম। সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থাকায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়কও ঝুঁকি নিতে চাইছিলেন না। তবে প্রথম চার বল ডট দেয়ার পর শহিদুলকে আর সুযোগ দিলেন না তামিম। বাঁহাতি স্পিনারের গুড লেংথ ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে ওয়াইড লং অনে দিয়ে ছক্কা মেরেছেন তিনি। চিরচেনা শটে তামিম সেঞ্চুরি পেয়েছেন ১০৩ বলে।